scorecardresearch

হল না হানিমুন! বিয়ের পর বউ আলিয়াকে রেখে তড়িঘড়ি কাজে ফিরলেন রণবীর

ভক্তদের প্রশ্ন, ‘নতুন বর কে বলবে?’

Ranbir Kapoor, Alia Bhatt, Ranbir-Alia wedding, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর-আলিয়ার বিয়ে, bengali news today
রণবীর কাপুর

বিয়ে-রিসেপশন সেরে মধুচন্দ্রিমার ফুরসৎ নেই! বিয়ের অনুষ্ঠানের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কাজে ফিরলেন রণবীর কাপুর। আর আলিয়া ভাট? নতুন বউ আপাতত শ্বশুরবাড়িতেই। খুব শিগগিরি তিনিও ফিরবেন করণ জোহরের সেটে। কারণ ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র শুট এখনও বাকি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ‘বাস্তু’তে রণবীর-আলিয়ার চার হাত এক হয়েছে। সাক্ষী বলতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে মোট একশো জন। একেবারে সাদামাটা-ভাবেই বিয়ে সারেন তারকাদম্পতি। শনিবার ফের সেই বাড়িতেই ইন্ডাস্ট্রির তাবড় তারকাদের নিয়ে ঘরোয়া রিসেপশনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন শাহরুখ-গৌরী, করিশ্মা-করিনা, অর্জুন-মালাইকা, আদিত্য রায় কাপুর, প্রীতমের মতো অনেকেই। তবে দেখা যায়নি বচ্চন পরিবারের কাউকে। এমনকী আলিয়ার ‘গাঙ্গুবাঈ’ পরিচালক সঞ্জয় লীলা বনশালিকেও দেখা যায়নি। বিয়ে নিয়ে খুব একটা জাঁকজমক কিংবা হই-হট্টগোল দেখা যায়নি তারকাজুটির মধ্যে।

[আরও পড়ুন: হেলমেট না পরে এবার বিপাকে বরুণ ধাওয়ান, বিরাট সমস্যায় অভিনেতা]

শনিবার রাতে নিজের বাংলোয় রিসেপশন সেরেই রবিবার সাতসকালে কাজে বেরিয়ে পড়েছেন কাপুর-নন্দন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতেই দেখা গেল, পরনে নীল রঙের চেকশার্ট, মাথায় কালো টুপি। বিয়ের পর একেবারে সাদামাটাভাবেই কাজে গেলেন রণবীর। সদ্য বিবাহিত তারকাকে গাড়ি থেকে নামতে দেখে পাপ্পারাজিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। আর সেই ভিডিও নিয়ে নেটপাড়ায় শোরগোল। ভক্তরা বলছেন, মাটির মানুষ একেই বলে! কেউ বা আবার কমেন্ট বক্সে ভালবাসা জাহির করেছেন।

উল্লেখ্য, রণবীর-আলিয়া দু’জনের শিডিউল-ই বর্তমানে খুব ব্যস্ত। সামনেই ‘বহ্মাস্ত্র’র রিলিজ। সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে রণবীর-আলিয়া অভিনীত এই বহু প্রতীক্ষিত সিনেমা। অন্যদিকে, অভিনেতার হাতে রয়েছে ‘সামসেরা’ও। আলিয়া ভাটেরও ‘ডার্লিংস’ এবং ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র কাজ শেষ করতে হবে। ২০২২ সালে ইতিমধ্যেই বক্স অফিস কাঁপানো আলিয়ার ২টো ছবি মুক্তি পেয়েছে- ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ও ‘RRR’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoor returns to work after wedding with alia bhatt