‘একদম সহ্য হয় না আমার..’, আলিয়ার স্বভাব দোষে রেগে আগুন রণবীর

আলিয়াকে নিয়ে অভিযোগের শেষ নেই রণবীরের!

‘একদম সহ্য হয় না আমার..’, আলিয়ার স্বভাব দোষে রেগে আগুন রণবীর
আবার কী নিয়ে বিরক্ত রণবীর?

একে একে আলিয়ার সব অভ্যাস সামনে আসছে রণবীরের। আর তাতেই যেন মাথা খারাপ অভিনেতার। কেন? মেয়েকে আলিয়ার মত দেখতে হলেও যেন স্বভাব না হয়, আবার কখনও বলছেন আলিয়া মা যতটা ভাল স্ত্রী হিসেবে ততটা নয়। বিষয়টা কি?

এক সাক্ষাৎকারে রণবীর স্বীকার করেছেন আলিয়ার কোন স্বভাবটা একেবারেই পছন্দের নয় তাঁর। ছটফটে স্বভাবের আলিয়ার বদ অভ্যাসটা আসলে কী? রণবীর বলেন, ওর বাথরুম হ্যাবিট আমার একদম পছন্দ নয়। ও যখন বাথরুম থেকে বেরিয়ে আসে, তখন একদিকে ভেজা তোয়ালে, একদিকে মেকাপ রিমুভার। আমার না ওসিডি আছে, তাই এসব সহ্য হয় না।

আরও পড়ুন [ মেয়ে রাহার শুধু হাঁটতে দেরি, আগে থেকেই জুতোর দোকান সাজিয়েছেন রণবীর! ]

চারিদিকে কেমন সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব দেখেই চূড়ান্ত বিরক্ত হন রণবীর। অভিনেতার কথায়, “ওর এই স্বভাবটা আমি সত্যিই সহ্য করি”। এদিকে, মেয়ের খেয়াল রাখতেও ভুল হয় না তাঁর। মেয়ের ডায়পার বদল থেকে তাঁকে ঢেঁকুর তোলানো সবকিছুই করে থাকেন। অভিনেতা এখন নিজেকে ঢেঁকুর বিশেষজ্ঞ বলেই মনে করেন। যদিও বা এখনও মেয়ের ছবি প্রকাশ্যে আনেন নি তিনি। তবে, পাপারাজ্জিদের গোপন তথ্য বলছে তাঁকে দেখতে নাকি মা আলিয়ার মতোই।

উল্লেখ্য, গতবছর এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধেন দুজনে। নভেম্বরে কোল আলো করে আসে রাহা। আপাতত শুটিং এবং প্রমোশন মিলিয়ে দিব্যি চলছে তাঁদের সংসার। মেয়েকে ঢেঁকুর তোলানোর দায়িত্ব রণবীরের। অভিনেতা বলেন, “আমি এখন বারপ এক্সপার্ট”। মেয়েকেই সবথেকে বেশি সময় দিচ্ছেন দুজনে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoor said cant tolerate alias this nature

Next Story
বনি ED-র ডাক পেতেই ‘পাল্টি খেলেন’ নাকি কৌশানী? বললেন- ‘আমি তো নিইনি..’ চর্চা নেটপাড়ায়
Exit mobile version