'মেয়েকে যদি কেউ কেড়ে নেয়...', ভয়ে রাতের ঘুম উড়েছে রণবীরের?

কেন এতটা চিন্তিত রণবীর? জানালেন আসল কারণ

কেন এতটা চিন্তিত রণবীর? জানালেন আসল কারণ

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ranbir kapoor, ranbir daughter raha, raha kapoor, ranbir kapoor bollywood

মেয়েকে নিয়ে চিন্তায় রণবীর?

মেয়ে রাহার মাত্র ৪ মাস বয়স, আর এখনই তাঁকে নিয়ে কথা বলতে ভয় পান রণবীর! কিন্তু কেন? বাবা রণবীর মেয়েকে নিয়ে ভীষণ সতর্ক, তবে এমন কেন বললেন তিনি?

Advertisment

মেয়েকে কোলে নেওয়ার পর থেকেই ঠিক যেন অন্য অধ্যায়ে পা রেখেছেন তিনি। মেয়ের ছবিও এখনও প্রকাশ্যে আনেন নি তিনি। তবে, হ্যাঁ..মেয়ে যে তাঁর জীবনে এক্কেবারে জাদুর মত সেকথা জানিয়েছেন সকলের কাছে। তবে, মেয়েকে নিয়ে কথা বলতে কেন ভয় পান রণবীর? বললেন, "যেদিন থেকে মেয়ে এসেছে, সেদিন থেকে সব কেমন বদলে গেল। আমার তো ওকে নিয়ে কথা বলতেও ভয় লাগে। কিরকম যেন একটা অনুভূত হয়। যে পরিমাণ আনন্দ এবং উত্তেজনা ও আমার মধ্যে ছড়িয়েছে ভাষায় প্রকাশ করতে পারব না"।

আরও পড়ুন < ভয়ঙ্কর দুঃসংবাদ! সুস্মিতা সেনের ‘হার্ট অ্যাটাক’ >

কিন্তু ভয় পাওয়ার ঘটনাটি কেন? একরত্তি মেয়েকে নিয়ে এহেন ভয় পাওয়ার কারণ? রণবীর বললেন, "আমার সবসময় মনে হয় এই ভালবাসা যদি চলে যায় আমার থেকে? আমার এই কাছের মানুষটাকে যদি কেড়ে নেয় কেউ? আবার পরমুহুর্তে এমনই মনে হয় যে না, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবাসা রয়ে যাবে আমার সঙ্গে। এখন আর কিছুই মনে হয় না। সিনেমা হিট নাকি ফ্লপ হল। এরকম অনুভূতি কিছুর জন্য হয়নি। নিজের কাজের প্রতিও এতটা অমোঘ আকর্ষণ অনুভব করিনি"।

Advertisment

উল্লেখ্য, সামনেই রিলিজ তু ঝুটি ম্যায় মক্কার ছবির। সেই জন্যই প্রমোশন করছেন রণবীর। নভেম্বরের ৬ তারিখ গাঁটছড়া বাঁধেন আলিয়া রণবীর। আর নভেম্বরে তাঁদের কোল আলো করে আসে সন্তান রাহা। বাবা রণবীর জানিয়েছিলেন, সঠিক সময়েই মেয়েকে সকলের সামনে আনবেন তিনি।

bollywood ranbir kapoor alia bhatt Entertainment News