scorecardresearch

‘মেয়ে যেন আলিয়ার মত না হয়, নইলে…’, একরত্তিকে নিয়ে ভয়ঙ্কর আতঙ্কে রণবীর

‘মায়ের মত হলেই বিপদ…’ কিন্তু কেন একথা বললেন রণবীর?

alia bhatt, ranbir kapoor, alia ranbir daughter
কী বলছেন রণবীর!

মেয়েকে নিয়ে এমনিই চিন্তার শেষ নেই, তারপর আবার নতুন ভাবনায় ধরেছে রণবীরকে। এটুকু খুদেকে নিয়ে যেন পাহাড়প্রমাণ ইচ্ছে গুছিয়ে রেখেছেন রণবীর। এখন শুধুই চোখে চোখ রাখতে শিখেছে রাহা। বাবা হিসেবে নানান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। কিন্তু মেয়ে একেবারেই মায়ের মত হোক, চান না রণবীর!

মেয়েকে কার মত দেখতে এই নিয়ে নিজেরাও যথেষ্ট দোনামনায় রয়েছেন। আলিয়া নাকি রণবীর? কার মত দেখতে হয়েছে তাঁকে? একরত্তি মেয়েকে নিয়ে বেশ লড়াইও চলে কাপুর এবং ভাট পরিবারের মধ্যে। তবে নিয়ে আলিয়ার মত হোক, একদমই চান না রণবীর! কিন্তু কেন? মেয়ে মায়ের মত হলে ক্ষতি কিসের? সেই হিসেব নিকেশ আগে থেকেই সেরে ফেলেছেন কাপুর তনয়। আলিয়াকে নাকি সাফ জানিয়েছেন সেই কথা। অভিনেতা বললেন…

আরও পড়ুন [ ‘বাঘাযতীন’-এর শুট করতে গিয়ে মারাত্মক চোট! চোখে ব্যান্ডেজ নিয়েই ‘রং-বাজি’ দেবের ]

“আমি আলিয়াকে বলেছি ওকে বড় হয়ে দেখতে তোমার মত হোক আমার কোনও অসুবিধা নেই। ওকে দেখতে সুন্দর হবে। কিন্তু ব্যক্তিত্ব যেন আমার মত হয়। নাহলে বড়ই বিপদ”। চিরকালই ছটফটে স্বভাবের আলিয়া, এখন মেয়েও যদি তাঁর মত হয়? রণবীরের কথায়, “আলিয়া নিজেই খুব চঞ্চল, প্রচুর কথা বলে। এখন মেয়েও যদি ওরকম হয় তাহলে আমি কোথায় যাব? এমন দুজনকে সামলানো খুব চাপের। আমার পক্ষে কঠিন হয়ে যাবে”। ভীষণ শান্ত স্বভাবের রণবীর প্রাণ খুলে হাসতে গেলেও ভেবে দেখেন। শুধু তাই নয়, তাঁর মুখের মধ্যেই একটা অদ্ভুত ছাপ রয়েছে বলেই তিনি মনে করেন। সহজে রেগে যাওয়া কিংবা বেশি কথা বলাও তাঁর অভ্যাস নেই।

উল্লেখ্য, বর্তমানে নিজের ছবির শুটিংয়ের সঙ্গে সঙ্গে প্রমোশনে ব্যস্ত রণবীর। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়েই কাশ্মীরে শুটিং করতে গিয়েছিলেন আলিয়া। নতুন মা বাবা মেয়ের দেখভালও করছেন নিজেদের মত করে। মেয়েকে যে সাংঘাতিক মাত্রায় মিস করেন রণবীর, একথাও জানিয়েছিলেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoor said never want my daughter grow up like alia