scorecardresearch

‘বাঘাযতীন’-এর শুট করতে গিয়ে মারাত্মক চোট! চোখে ব্যান্ডেজ নিয়েই ‘রং-বাজি’ দেবের

‘বাঘাযতীন’-এর শুট করতে গিয়ে চোখে মারাত্মক চোট পেলেন দেব।

Tollywood actor Dev, Baghajatin, Dev Baghajatin, Holi 2023, Celeb Holi, tollywood news, দেব, অভিনেতা দেব, বাঘাযতীন, টলিউডের খবর
'বাঘাযতীন'-এর শুট করতে গিয়ে চোখে মারাত্মক চোট পেলেন দেব

শুটিং করতে গিয়ে মারাত্মক বিপত্তি! চোখে আঘাত পেলেন দেব। বর্তমানে ওড়িশার বারিপোদায় চলছে তাঁর আগামী সিনেমা ‘বাঘাযতীন’-এর শুটিং। গত এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে গোটা টিম। সেই ছবির অ্যাকশন সিকোয়েন্সের অভিনয় করতে গিয়েই চোখে চোট পেলেন টলিউড সুপারস্টার দেব।

সকলকে দোলের শুভেচ্ছা জানাতে বুধবার ‘বাঘাযতীন’ টিমকে নিয়ে একটি ছবি পোস্ট করেন অভিনেতা। সেখানেই দেখা গেল দেবের বাঁ দিকের চোখে বাঁধা ব্যান্ডেজ। তবে সেই চোটও অভিনেতার মুখের হাসি ম্লান করতে পারেনি। মুখে একগাল হাসি নিয়েই টিমের সকলের সঙ্গে ছবি তুলেছেন দেব। সেই ছবিতেই দেখা গেল ‘বাঘাযতীন’-এর কলাকুশলীদের মুখভর্তি আবির।

[আরও পড়ুন: ভেটকি, চিংড়ি, ট্যাংরা…’আহা’! কাঞ্চন মল্লিকের হেঁশেলে ‘হোলি স্পেশ্যাল’ জমজমাট ভুড়িভোজ]

এদিকে দেবের চোখে চোট দেখেই অনুরাগীরা উদ্বিগ্ন। কমেন্ট বক্সেই সেটা দেখা গেল। প্রসঙ্গত, অভিনেতা হিসেবে বারবার নিজেকে ভেঙেছেন। কখনও নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় দেখা গিয়েছে। তো কখনও বা আবার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রঘু ডাকাতের চরিত্রের জন্য নিজেকে শাণ দিয়েছেন। এবার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে দেব-কে। পরিচালনায় অরুণ মুখোপাধ্যায়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Tollywood actor dev got injured during baghajatin shoot