scorecardresearch

রণবীরকে বিয়ে করে ‘দুর্ভাগ্যবতী’ আলিয়া? ‘সামশেরা’র প্রচারে এ কী কথা অভিনেতার!

অভিনয় জীবন থেকে আলিয়ার সঙ্গে বিয়ে অকপট রণবীর কাপুর

ranbir kapoor shamshera promotion yrf
কাপুরদের আসরে অকপট রণবীর

শুধু নামের মধ্যে পদবীটাই কাফি! কাপূর এর দুটো ও ( Two ‘O’ in Kapoor ) এর জন্যই বলি ইন্ডাস্ট্রিতে করে খাচ্ছেন রণবীর? সামশেরা ছবির প্রমোশন করতে গিয়ে নিজেকেই নিজে ট্রোল করছেন রণবীর ( Ranbir Kapoor )!

ইন্ডাস্ট্রিতে হয়ে গেল অনেকবছর। বরাবরই গম্ভীর স্বভাবের রণবীর কথা কম বলতেই বেশি পছন্দ করেন। সম্প্রতি একটি প্রমোশনাল ভিডিওতে ডবল রোলে তাকে বলতে শোনা যায়, সিনে ক্যারিয়ারে এত ফ্লপ ছবি করেছেন, পূর্বপুরুষদের হতাশ করতে তার লজ্জা করে না? শুধুই তার শেষ নামটার জন্য এতদিন বিনোদুনিয়ায় সে রয়ে গেছে। এমনকি রণবীর তার প্রতিটা ছবিতেই কাউকে না কাউকে নকল করেছেন! প্রতিটা চরিত্রই কারওর না কারওর মত তৈরি – বরফি থেকে সঞ্জু, বাদ পড়ল না কোনও চরিত্র। এমনকি নিজেকে বেশরম বলতেও তিনি বাকি রাখলেন না! সেই ছবিতে ভয়ানক অভিনয় করেছেন এটিও বলে ফেললেন। সঞ্জু ছবিতে যে সাড়ে তিনশো প্রেমিকার ডায়লগ ছিল সেটাও কি স্ক্রিপ্টের প্রয়োজনে নাকি তার মনের আসল কথাই বেরিয়ে এসেছিল? নানান প্রশ্ন উত্তরে জমে উঠেছিল কাপুরদের আসর।

আরও পড়ুন [ সন্তান জন্মের পরও কাজ করবেন আলিয়া, মুম্বই ফিরতেই বউকে জড়িয়ে ধরলেন রণবীর ]

এখানেই শেষ নয়! রণবীর যখন উপস্থিত, আলিয়ার ( Alia Bhatt ) প্রসঙ্গ আসবেই। সহজ ভাষায় তাকে বলতে শোনা গেল এখন আমি বিবাহিত, শুধরে গেছি। পরক্ষণেই ছোট আয়োজনে বিয়ে সারার প্রসঙ্গও ওঠে। ঘরোয়া ভাবে বিয়ে করেছেন, সেইভাবে কাউকেই ডাকেননি – এই নিয়ে শোরগোল কম হয়নি। ট্রোল করলেন আলিয়াকেও! ‘কলঙ্ক’, ‘সড়ক ২’ এর পর রণবীরের সঙ্গে বিয়ে – তার খারাপ সময় এবং দুর্ভাগ্য কবে শেষ হবে? দর্শকরা বেজায় মজা নিয়েছেন ভিডিওর। আদতে নিজের মনের কথাগুলোই কী তবে বললেন অভিনেতা?

নিজেকে জোর কদমে ট্রোল করলেন রণবীর। তার এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা। অভিনেতার যে নিজেকে নিয়ে হাসি ঠাট্টা করার মত সাহস রয়েছে এতেই আপ্লুত সকলে। কোন ছবিতে কী অভিনয় তিনি করেছেন, সেই নিয়েও অকপট রণবীর কাপুর। আপাতত নিজের মনের কথা বলে ফেলেছেন এই প্রমোশনের মাধ্যমে। সামশেরা নিয়ে উত্তেজিত মিস্টার কাপুর।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranbir kapoor trolled himself says alia has the bad luck