ওড়িশার পুরনো সম্বলপুরী গান 'রঙ্গবতী'-কে গোত্র ছবিতে ব্যবহার করেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই গানটি গেয়েছে সুরজিৎ চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তী। একটু অন্যরকমভাবে মুক্তি পেয়েছিল এই ছবির গান। ছবিতে এই গানে দৃশ্যায়িত হয়েছে ওম সাহানি ও দেবলীনা কুমার। এরপরেই এই গানকে ঘিরে শুরু হয়েছে সোশাল ওয়েভ।
টলিউডের সেলিব্রিটি থেকে সাধারণ দর্শক মেতেছেন 'রঙ্গবতী' চ্যালেঞ্জে। তারকা নিজে সেই গানে নেচে পরের মানুষটিকে ট্যাগ করছেন চ্যালেঞ্জর জন্য। সঙ্গে লিখছেন #rangabatichallenge। গৌরব চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, মানালি দে, মনামি ঘোষ, সোনালী প্রত্যেককে দেখা গেল 'রঙ্গবতী'-র তালে কোমর দোলাতে। এমনকী বাদ পড়লেন না খোদ গায়িকা ইমন চক্রবর্তী।
দেশে রক্তারক্তি, বিদ্বেষ, হানাহানিতে বিপন্ন মানবজাতি। জাতি-ধর্মের বাইরে বেরোতে পারছে না মানুষ। সাম্প্রদায়িকতার জাঁতাকলে বলি হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু মানুষের প্রকৃত ধর্ম কী? তাদের আদেও কি কোনও ‘গোত্র’ রয়েছে? এই সহজ প্রশ্নটাই আরও একবার দর্শককে মনে করিয়ে দিতে চেয়েছেন শিবপ্রসাদ ও নন্দিতা। সমাজের এই অস্থির সময়ে তাদের আত্মাকে প্রশ্ন করতে বাধ্য করতে চলেছেন পরিচালকদ্বয়।
আরও পড়ুন, হায়দরাবাদে সেরা ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘কেদারা’
ছবিতে মানালি ঘোষ এবং নাইজেল ছাড়াও অভিনয়ে দেখা যাবে সাহেব ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, টোটা রায়চৌধুরি এবং খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের। আর এই বছর জন্মাষ্টমীতে অর্থাৎ অগাস্টে মুক্তি পাবে ‘গোত্র’।