Shah Rukh Khan-Rani Mukherji: শাহরুখের রাজপাটে রানির রাজত্ব! 'কিং'-এ রাজ-টিনার রিইউনিয়ন? জল্পনা তুঙ্গে

SRK-Rani Reunion: শীঘ্রই নয়ের দশকের সেই নস্ট্যালজিয়া? আরও একবার এক ফ্রেমে দেখা যাবে রাজ-টিনাকে ওরফে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়কে? বাদশার রাজপাটে দর্শক দেখবে রানির রাজত্ব? উত্তরের অপেক্ষায় দর্শক।

SRK-Rani Reunion: শীঘ্রই নয়ের দশকের সেই নস্ট্যালজিয়া? আরও একবার এক ফ্রেমে দেখা যাবে রাজ-টিনাকে ওরফে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়কে? বাদশার রাজপাটে দর্শক দেখবে রানির রাজত্ব? উত্তরের অপেক্ষায় দর্শক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কিং'-এ রাজ-টিনার রিইউনিয়ন?

কিং'-এ রাজ-টিনার রিইউনিয়ন?

SRK-Rani In King: রাজ আর টিনার কলেজ লাইফের সেই প্রেম কিন্তু, আজও ভোলেনি দর্শক। হ্যাঁ, কুছ কুছ হোতা হ্যায় শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় জুটির সর্বাকালের সেরা হিট ছবি। এরপর চলতে চলতে, কভি আলবিদা না কহে না, কভি খুশি কভি গম-এর মতো বলিউডের ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-রানি। এরপর অবশ্য এই হিট জুটিকে আর কোনও ছবিতে দেখা যায়নি। তবে শীঘ্রই নয়ের দশকের সেই নস্ট্যালজিয়া। আরও একবার এক ফ্রেমে দেখা যাবে রাজ-টিনাকে ওরফে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়কে। বাদশার রাজপাটে দর্শক দেখবে রানির রাজত্ব। কিন্তু, কোন সিনেমায়? পরিচালক সিদ্ধার্থ আনন্দের আপকামিং মুভি 'কিং'-এ ফিরছে পুরনো জুটির নতুন স্বাদ!

Advertisment

পিঙ্কভিলার রিপোর্ট মোতাবেক, কিং-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই নাকি পাঁচদিনের শুটিংও করে ফেলেছেন। সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। যদিও শোনা যাচ্ছিল, পর্দায় শাহরুখ কন্যার মায়ের চরিত্রে অভিনয় করছেন বলিউডের মস্তানি ওরফে দীপিকা পাডুকোন। অ্যাকশন-থ্রিলারে ভরপুর কিং-এর প্রস্তাব রানি নিজের চরিত্রটুকু শুনেই সম্মতি দিয়েছেন। লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, এই ছবিজুড়ে রয়েছেন দীপিকা পাডুকোন। ইন্ডাস্ট্রির কানাঘুষো সত্যি হলে, ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, পাঠান, জওয়ানের পর ফের বড় পর্দায় শাহরুখ-দীপিকা ম্যাজিক দেখবে দর্শক। 

'কিং' নিয়ে কিং খানের ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। একের পর এক চমক। শোনা যাচ্ছে, এই ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন 'নায়ক' অনিল কাপুর। ১৯৯৫ সালে ত্রিমূর্তিতে শাহরুখ খান, অনিল কাপুর ও জ্যাকি শ্রফ এই ত্রয়ীর কামাল দেখেছিল দর্শক। মিড ডে-র খবর অনুযায়ী, কিং-এ থাকতে পারেন 'সার্কিট' থুরি, আরশাদ ওয়ারশি। জানা যাচ্ছে, ছোট চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। শুধুমাত্র শাহরুখের অনুরোধেই নাকি হ্যাঁ বলেছেন। মজার চরিত্রেই অল্প সময়ের জন্য স্ক্রিনে আরশাদের উপস্থিতি দেখা যাবে বলেই জানা যাচ্ছে। 

শাহরুখের আপকামিং ছবিতে প্রথমবার দেখা যাবে বাবা-মেয়ের যুগলবন্দি। সেই সঙ্গে নাম জড়িয়েছে একাধিক তারকার। সেই তালিকায় রয়েছেন দীপিকা থেকে সলমন, রণবীর কাপুর থেকে আলিয়া। এবার নয়া সংযোজন রানি মুখোপাধ্যায়। এখন অপেক্ষা কিং-এর হাত ধরে শাহরুখ-রানির রিইউনিয়ন হয় কিনা। ২০ মে থেকে মুম্বইয়ে শুরু হবে সিনেমার শুটিং। পরবর্তী সিডিউল ইউরোপে। ২০২৬-এর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে।

Advertisment

আরও পড়ুন বলিউডের টানেই সৃজিতের প্রস্তাব নাকোচ! বিক্রম ভাটের ছবিতে কোন চরিত্রে দেখা যাবে দর্শনাকে?

bollywood movie Bollywood News bollywood actress Bollywood Actor Rani Mukherji Shah Rukh khan