Darshana banik In Bollywood: বলিউডের টানেই সৃজিতের প্রস্তাব নাকোচ! বিক্রম ভাটের ছবিতে কোন চরিত্রে দেখা যাবে দর্শনাকে?

Darshana Banik With Vikram Bhatt: বাংলার পাশাপাশি ভোজপুরী, বাংলাদেশের ছবিতেও কাজ করেন। বলিউডি ছবিতেও টুকটাক কাজ করেছেন। এবার মূল ধারার বাণিজ্যিক ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজের প্রস্তাব। আর সেই জন্যই সৃজিতের লহ গৌরাঙ্গ নাম রে-এর প্রস্তাব ফিরিয়েছেন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন অভিনেত্রী?

Darshana Banik With Vikram Bhatt: বাংলার পাশাপাশি ভোজপুরী, বাংলাদেশের ছবিতেও কাজ করেন। বলিউডি ছবিতেও টুকটাক কাজ করেছেন। এবার মূল ধারার বাণিজ্যিক ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজের প্রস্তাব। আর সেই জন্যই সৃজিতের লহ গৌরাঙ্গ নাম রে-এর প্রস্তাব ফিরিয়েছেন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
New Update
বলিউডের টানেই সৃজিতের ছবির প্রস্তাব ফেরালেন দর্শনা?

বলিউডের টানেই সৃজিতের ছবির প্রস্তাব ফেরালেন দর্শনা?

Darshana Banik Bollywood Movie বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। একাধিক বাংলা ছবিতে দর্শনার অভিনয় বারবার দর্শকের দিল জিতে নিয়েছে। সিরিয়াস চরিত্র হোক বা কমেডি, দর্শনা কিন্তু জাস্ট ফাটাফাটি। 'জমালয়ে জীবন্ত ভানু'-র মতো সিনেমায় মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকাতেও দর্শনা বণিকের সাবলীল অভিনয় দর্শকের দরবারে প্রশংসিত হয়েছিল। বাংলার পাশাপাশি বাংলাদেশী ছবিতেও জুড়ি মেলা ভার।

Advertisment

ভোজপুরী, তেলুগু সিনেমাতেও সমান দক্ষতার সঙ্গে কাজ করছেন। বাদ নেই বলিউডও। অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো'-তে বাঙালি অভিনেত্রী দর্শণা বণিকের শুটিংয়ের মুহূর্তের কয়েক ঝলক ইতমিধ্যেই দেখে ফেলেছে সাধারণ মানুষ। এর আগেও Dybbuk -এ ছোট চরিত্রে দেখা গিয়েছে। এবার বলিউড পরিচালক বিক্রম ভাটের পরবর্তী ছবির নায়িকা হচ্ছেন দর্শনা। প্রথমবার মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনয় কেরিয়ারে এটি নিঃসন্দেহে দর্শনার কাছে বিগ ব্রেক।

সৃজিত মুখোপাধ্যায় তাঁর আগামী ছবি 'লহ গৌরাঙ্গ নাম রে' -তে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রের জন্য দর্শনাকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, একপ্রকার বাধ্য হয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে দর্শনাকে। বলিউডি ছবির টানেই বাংলা ছবিকে 'না'?  ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই প্রশ্নে দর্শনা জানান, 'না, একদমই তা নয়। সৃজিতদার সঙ্গে কাজ করার ইচ্ছেটা অনেকদিনের। আমার কাছে যখন এই ছবির প্রস্তাব আসে তখন খুব আনন্দ হয়েছিল কিন্তু, ডেট ম্য়াচ হচ্ছিল না বলে অগত্যা ছবিটি হাতছাড়া হয়। হিন্দি ছবির ডেট তো অনেক আগেই দিয়ে দেওয়া হয়। তাই আমরা তিনটি পক্ষ অর্থাৎ আমি, ডিরেকশন টিম আর প্রযোজনার টিম মিলে পারস্পরিক সম্মতিতেই লহ গৌরাঙ্গ নাম রে-থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।'

Advertisment

এবার আসা যাক বিক্রমের ছবির কথায়। সেই প্রসঙ্গে দর্শনার মত, 'নতুন ছবিতে আমাকে মুখ্য চরিত্রে দেখা যাবে। আমার চরিত্রের নাম রশনি। সিনেমা নিয়ে এখুনি খুব বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, আমাকে একদম অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে, যা দর্শক আগে কখনও দেখেনি।' প্রসঙ্গত বিক্রম ভাটের নতুন ছবির নাম 'বিরাট'। এই ছবিতে দর্শনার সঙ্গে থাকছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তীও। এর মধ্যেই সিনেমার অনেকাংশের শুটিং হয়ে গিয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৬-এ। 

বাংলার গণ্ডি পেরিয়ে এবার মুম্বাইকে পাকাপাকি ঠিকানা বানানোর পরিকল্পনা রয়েছে দর্শনার? অভিনেত্রী বলেন, 'এখনও নয়। যেমন যাতায়াত চলছে সেইরকমই আপাতত হবে। গত মার্চে ভোজপুরী একটি ছবির শুটিং করেছি। যার জন্য অনেকগুলো দিন লক্ষ্মৌতে ছিলাম। কাজের ফাঁকে যখন সময় পেয়েছি কলকাতা এসেছি। আসলে কালকাতার প্রতি টানটা কোনওদিনই কমবে না। আমার জন্য এটা চিরদিনই হোমটাউন, ভালবাসার জায়গা। বাকিটা ভবিষ্যৎ।'

আরও পড়ুন 'সুচিত্রা সেনের চরিত্রে অভিনয়ের সুযোগ পরম সৌভাগ্যের', মহানায়িকার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি দর্শনার

 

 

Bengali Cinema Bengali Actress Bengali Film Darshana Banik Bengali News Bengali Film Industry