/indian-express-bangla/media/media_files/LpaquVxxh2hJk4LtvjWC.jpg)
Rani during Puja Festivities: রানীর সিঁদুর খেলার ভিডিও ভাইরাল, তাঁর মধ্যেই...
মুম্বাইয়ের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় শুরু হয়েছে ঠাকুর বরণ। কাজল এবং রানী মুখোপাধ্যায় বিজয়া দশমীতে বরণ সেরেই পাপারাজ্জিদের সামনে হাজির হয়েছিলেন। সেখানেই রানীকে দেখা গেল সাদা সোনালী রঙের শাড়িতে।
পুজো মানেই মুখোপাধ্যায় বাড়ির সকলেই ভিন্ন ধরনের শাড়িতে ধরা দেন। রানী ব্যতিক্রম না। বিশেষ করে, গতকাল লাল রঙের জামদানি শাড়িতে নজর কেড়েছিলেন তিনি। আর আজও সাবেকি সাজে রানী মুগ্ধ করেছেন সকলকে। কিন্তু, তাঁর থেকেও বড় কথা, বরণ করা হয়ে যেতেই রানীর পা ধরে যিনি প্রণাম করলেন...
বরণ শেষে, সকলকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানান রানী। তারপর, তাঁর দিকে এগিয়ে এলেন একজন। যেই দৃশ্য আগে দেখা যায়নি মুখোপাধ্যায় বাড়িতে। বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়াকে দেখা গেল, একদম সাবেকি সাজে। লাল রঙের বেনারসীতে তাঁকে দেখা গেল। তিনি সোজা এসে রানী মুখোপাধ্যায় এর পা ছুঁয়ে প্রণাম করতে গেলেন।
আরও পড়ুন - Kajol: বিজয়া দশমীর দিনই সর্বনাশ, বাড়ির পুজোয় বরণ শেষে কাজলের সঙ্গে যা ঘটল...
আর রানী সোজা তাঁকে না করলেন। প্রণাম তো করতে দিলেন না, উল্টে তিনি নিজেও হাত কপালে ঠেকিয়ে তাঁকে সম্মান জানালেন। আর এই দৃশ্য দেখেই বেশিরভাগ এমনই বলছেন, একজন দেবী আরেকজন দেবীকে সম্মান জানাচ্ছেন। এসব দৃশ্য সাংঘাতিক সুন্দর। আবার কেউ বলছেন, শার্লিনকে সকলে তাঁর পোশাকের কারণে গালিগালাজ করেন, কিন্তু সে ভাল মনের মানুষ।
উল্লেখ্য, সিঁদুর খেলায় মেতেছেন রানী মুখোপাধ্যায়। শুধু তাই নয়, পরিবারের সঙ্গে সঙ্গে অন্যান্য তারকাদের সঙ্গেও উৎসবের আনন্দে মেতেছেন তিনি। পুজোর শুরুর দিন থেকেই রানীকে দেখা গিয়েছিল সক্রিয় ভূমিকায়। আর, এবার তো রণবীর থেকে আলিয়া ভাট, অনেকেই এসেছিলেন এই পুজোয়।