Advertisment

Rani Mukherjee: গর্ভেই দ্বিতীয় সন্তানকে হারান, ডুবতে বসে  স্বামীর কোটি টাকার ব্যবসা! শাহরুখ এসেই হাত ধরলেন রানী-আদিত্যর

Rani and SRK: বন্ধুর বিপদে শাহরুখ মসিহা হয়ে দাঁড়ান, শুধু তাই নয় আদিত্যকে লোকসান থেকেও বাঁচান তিনিই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rani mukherjee, aditya chopra, shah rukh khan, srk news, srk and rani, shah rukh films with rani, rani mukherjee interview, srk with rani, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

SRK-Rani: কী এমন করেছিলেন শাহরুখ, যে সবকিছু ফিরে পেলেন রানী?

রানী মুখোপাধ্যায় ( Rani Mukherjee ) এবং আদিত্য চোপড়ার ( Aditya Chopra ) জীবনে কয়েকটা বছর যে খুব খারাপ গিয়েছে তাঁর প্রমাণ কিন্তু অভিনেত্রী নিজেই দিয়েছেন। কারণ, একটাই! হিন্দি ছবির হঠাৎ করে পতন, এমনকি সুপারস্টারদের ছবিও হিট করা বন্ধ করে দেয়। যশ রাজ ফিল্মসের ব্যানারে অনেক ছবি ফ্লপ করে। আশা হারিয়েছিলেন আদিত্য?

Advertisment

শুধু যে প্রযোজনা সংস্থা এমনটা নয়। বরং, রানী গর্ভেই তাঁর দ্বিতীয় সন্তানকে হারান। মানসিকভাবে ভেঙেও পড়েন তিনি। কিন্তু, তারপর পুরনো বন্ধু শাহরুখ ( Shah Rukh Khan ) হাত ধরলেন তাঁদের। আদিত্য নিজের দেওয়া কথা রাখলেন। মহামারী শেষ হতেই আদিত্য রিলি করলেন সেই বহু প্রতীক্ষিত ছবি। শাহরুখ পাঠান দিয়ে কামব্যাক করলেন। রানী জানান, এই ছবিই তাঁর স্বামীকে অনেককিছু ফিরিয়ে দিল। শান্তি এবং স্বস্তি ফিরে পেলেন প্রযোজক।

শাহরুখের পাঠান নির্মাণে খরচ হয় ২৫০ কোটি টাকা। আর আয় করে প্রায়, ১০০০ কোটির ওপর। রানী বলেন, "মহামারী চলাকালীন আদিত্য প্রায় ছবি রিলিজ বন্ধ করে দিয়েছিলেন। ওকে অনেক ছবি OTT তে মুক্তি দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু, ও রাজি হননি। কারণ, ওর মনে হয়েছিল হয়তো এক ছবিগুলো বড় পর্দায় মুক্তি পাওয়ার মতো ছবি। যশ রাজ ফিল্মস যেভাবে লসে রান করেছিল হয়তো সব ডুবে যেত। কিন্তু আদি ধৈর্য ধরে ছিল!

আরও পড়ুন - Shah Rukh Khan: সুযোগের সদ্ব্যবহার করলেন ৩ খান? জামনগরে প্রকাশ্যে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শাহরুখের

এখানেই শেষ না। রানী আরও জানালেন.."আমি আদিকে সারারাত পরিকল্পনা করতে দেখেছি। প্রোডাকশনের সঙ্গে যারা জড়িত, তারাও যেন হাল ছেড়ে দিয়েছিলেন। আমি হতাশায় ভুগতে দেখেছি তাদের। কিন্তু, আদির ধৈর্য। ও পাঠান হিট করার পর যেন সব ফিরে পেল। তাই, আমি বলব আদির অনেক ধৈর্য। আর সেই ফলটাই ও পেয়েছে। সালাম জানাই ওকে। যারা, সিনেমা বানান, তাদের অবশ্যই নিজের সৃষ্টির ওপর আস্থা রাখতে হবে।"

উল্লেখ্য, রানী মুখোপাধ্যায় গতবছর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির মাধ্যমে বেশ প্রশংসা পেয়েছেন। কিছুদিন আম্বানি পরিবারের অনুষ্ঠানে সামিল হন তিনি। শাহরুখ গৌরীর সঙ্গে দিব্যি আনন্দে সময় কাটান।

rani mukherjee tollywood bollywood Shah Rukh khan Entertainment News
Advertisment