scorecardresearch

কোলে মেয়ে! সরস্বতী পুজোয় হলুদ জামদানিতে তাক লাগালেন ‘Mrs. চ্যাটার্জি’ রানি

এই চরিত্র প্রসঙ্গে কী বলছেন রানী?

rani mukherjee, mrs chaterjee vs norway, bollywood
'মিসেস চ্যাটার্জি' রানী মুখোপাধ্যায়

পরনে ঢাকাই জামদানি শাড়ি, বাঙালি সাবেকি সাজে রানি মুখোপাধ্যায়। এই সাজ তাঁর নতুন নয়, তবে উপলক্ষ্য অনেকটাই আলাদা। সরস্বতী পুজোর দিন, তিনি ধরা দিলেন এই সাজে। প্রকাশ্যে তাঁর নতুন ছবির ফার্স্ট লুক।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’, ছবির লুক নিয়ে ইতিমধ্যেই হইচই। আজ সরস্বতী পুজো। সেই উপলক্ষেই এই লুক নিয়ে এসেছে প্রযোজনা সংস্থা। আদ্যোপান্ত বাঙালি বৌমা সেজেছেন রানি, ঢাকাই জামদানি শাড়ি, কানের পাশে ফুল শুধু তাই নয় হাতে শাঁখা পলা সবই রয়েছে। সঙ্গে দুই খুদে। সম্ভবত, ছবিতে তাঁর সন্তানের ভূমিকায় অভিনয় করছেন এই দুই পুঁচকে সদস্য।

ছবিতে দেখা যাচ্ছে, ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে সেলফি তুলছেন রানি। কেমন হতে চলেছে এই ছবি? জানা যাচ্ছে, একজন মায়ের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলবে এই গল্প। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার এবং নিজের সন্তানদের রক্ষা করার জন্য একজন মা ঠিক কী কী করতে পারে, তাই দেখানো হবে এই ছবিতে। নতুন ছবির প্রসঙ্গে রানির নিজের কী মতামত?

আরও পড়ুন [ ‘তোমাকে অসংখ্য ধন্যবাদ..’, পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রবিনা, উৎসর্গ করলেন কাছের মানুষকে ]

এপ্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, একটা অসাধারন গল্প। যা প্রত্যেকটা মায়ের গল্প বলবে। আমি সমস্ত মায়েদের এই ছবি উৎসর্গ করতে চাই। স্ক্রিপ্ট শোনার পরেই এই ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন রানি। মার্চের ১৭ তারিখ রিলিজ করতে চলেছে এই ছবি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rani mukherji new film mrs chatterjee vs norway new picture reveal