scorecardresearch

‘তোমাকে অসংখ্য ধন্যবাদ..’, পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রবিনা, উৎসর্গ করলেন কাছের মানুষকে

উৎসব শুরু অভিনেত্রীর বাড়িতে, পুরস্কার প্রসঙ্গে বললেন…

raveena tandon, padmashree
রবিনা পাচ্ছেন পদ্মশ্রী

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রবিনা ট্যান্ডন। সিনেমায় তাঁর অবদানকে সম্মাননা জানাচ্ছে ভারত সরকার। আর এই খবর পেতেই আবেগে ভাসলেন অভিনেত্রী। বিশেষ একজনকে উৎসর্গ করলেন এই পুরস্কার।

দীর্ঘদিন কাজ করেছেন অভিনয় দুনিয়ায়। বর্তমানে ওয়েব সিরিজে বেশ জনপ্রিয় মুখ তিনি। ‘কেজিএফ ২’ – এ তাঁর অভিনীত চরিত্র দারুণ প্রশংসা পেয়েছে। এই বিরাট সম্মান পেয়ে আনন্দে আত্মহারা অভিনেত্রী। পুরস্কার উৎসর্গ করলেন বাবা রবি ট্যান্ডনকে। রবিনা বলছেন, “আমি কৃতজ্ঞ এবং সম্মানিত”। বাবার কথা আজ খুব করে মনে পড়ছে তাঁর। গত ফেব্রুয়ারিতে বাবাকে হারিয়েছেন। একবছর হতে চলল।

আরও পড়ুন [ ‘জিন্দা হ্যায়’ করণ-অর্জুন! ‘পাঠান’-এ চমক ‘টাইগার’-এর, শাহরুখের অঙ্ক মেলালেন সলমন ]

অভিনেত্রীর কথায়, “আমি আমার এই পুরস্কার বাবাকে উৎসর্গ করলাম। আমি ভাবতেও পারছি না। বাবা তুমি দেখছ কিনা জানি না, এখন আমি যখনই স্টেজে উঠি পুরস্কার নেওয়ার জন্য, আকাশের দিকে তাকিয়ে তোমার কথা স্মরণ করি। তোমায় অনেক ধন্যবাদ বাবা। তবে, শুধু সিনেমায় নয় আমি আমার এই শিল্পকে নানান দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ভারত সরকারকে ধন্যবাদ। আমার এই চলার পথে যারা সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে আমি ঋণী”।

পদ্ম পুরস্কারের তালিকায় তাঁর নাম। দেশের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছেন তিনি, খবর পেতেই বাড়িতে সেলিব্রেশন শুরু। তবে, অভিনেত্রী এও জানালেন শুধু পুরস্কার নেওয়ার জন্য অভিনয় করার কথা কোনোদিন তিনি ভাবেন নি। বরং মাঝেমধ্যে সবকিছুই কেমন ধোঁয়াশা মনে হত তাঁর। গোটা একটা বছর নানান পুরস্কার পেয়েছেন। সেইজন্য ধন্য তিনি।

উল্লেখ্য, কেক কেটে বাড়িতে সাফল্য উদযাপন করেছেন অভিনেত্রী। ভিডিও শেয়ার করে লিখলেন, উৎসব সব শুরু, সকলকে ধন্যবাদ। রবিনার সাফল্যে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Raveena tandon dedicate her padmashree to her late father