/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/sourav.jpg)
রামকৃষ্ণ সৌরভের আশীর্বাদ নিয়ে বিয়ে করলেন ভাগ্নে 'হৃদয়' সিদ্ধার্থ
সিরিয়াল পর্দার গল্প যেন বাস্তবে ফুটে উঠল। 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে বিগত দু'বছর ধরে নজর কেড়েছেন ভাগ্নে হৃদয়। যাঁর প্রকৃত নাম সিদ্ধার্থ ঘোষ (Siddhartha Ghosh)। রামকৃষ্ণের ভাগ্নের ভূমিকায় তাঁর অভিনয় বেজায় প্রশংসিতও হয়েছে দর্শকদের কাছে। সেই হৃদয় ওরফে সিদ্ধার্থ-ই বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন। পাত্রীও বিনোদন জগতেরই। আর পর্দার ভাগ্নেকেই তাঁর জীবনের শুভক্ষণে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন 'করুণাময়ী রানি রাসমণি'র রামকৃষ্ণ ওরফে সৌরভ সাহা (Sorav Saha)।
উল্লেখ্য, লাইট-ক্যামেরার দুনিয়া থেকে রিয়েল লাইফে দীর্ঘদিনের পরিচিত সঙ্গীতশিল্পী দেবতৃষা সেনগুপ্ত। তাঁর সঙ্গেই গতকাল বিয়ে করলেন হৃদয়, থুড়ি সিদ্ধার্থ। দেবতৃষা গান করেছেন বেশ কিছু বাংলা চলচ্চিত্রেও। এদিকে, রাসমণি ধারাবাহিকের পাশাপাশি কালার্স বাংলার 'দত্ত অ্যান্ড বৌমা' সিরিয়ালেও সিদ্ধার্থ অভিনয় করছেন। শুধু তাই নয়, অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়ের নাটকের দলেও রীতিমতো নাট্যচর্চা চলে তাঁর। এবার দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন সিদ্ধার্থ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Siddhartha-wedding1.jpg)
<আরও পড়ুন: জামিন মিলল না আদালতে, জেলেই থাকতে হচ্ছে পরিমণিকে>
অতিমারীর সময়, অতঃপর খুব ঘরোয়াভাবেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়লেন দু'জনে। নববিবাহিত দম্পতিকে আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন টেলিদুনিয়ার বেশ কিছু পরিচিত মুখ। এসেছিলেন পরাণ বন্দোপাধ্যায়ও।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Siddhartha-wedding2.jpg)
তবে নজর কাড়ল, সব শেষে নব বর-বধূকে আশীর্বাদ করলেন স্বয়ং রামকৃষ্ণ ওরফে সৌরভ সাহা। আর মজার এই মুহূর্ত ধরা থাকল নবজীবনের যাত্রাপথের সূচনায়। সিদ্ধার্থ জানালেন, তাঁর আরও টেলিপাড়ার বন্ধুরা আসবেন রিসেপশনের দিন। সেদিন রানিমা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ও উপস্থিত থাকবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন