scorecardresearch

প্রেমদিবসে রঞ্জিত মল্লিকের হাত ধরে নন্দন-ভিক্টোরিয়ায় অপরাজিতা আঢ্য, ‘চুটিয়ে প্রেম’! ‘সাক্ষী’…

রঞ্জিত-অপরাজিতাকে দেখে ফেললেন টলিপাড়ার তারকাজুটি। দেখুন কী কাণ্ড!

Ranjit Mallick, Aparajita Adhya, Ankush Oindrila, Ankush Hazra, Oindrila Sen, Love Marriage, Bengali films, Tollywood, রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য, অঙ্কুশ ঐন্দ্রিলা, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, লাভ ম্যারেজ, টলিউড, টলিউডের খবর, বাংলা সিনেমা, বিনোদনের খবর
রঞ্জিত মল্লিকের সঙ্গে অপরাজিতা অঢ্য

প্রেমের কী আর বয়স আছে? কথাতেই আছে- প্রেম মানে না কোনও বাঁধা..। কখনও হাতে-হাত রেখে। আবার কখনও বা চোখের দিকে চেয়ে। গঙ্গার ঘাট থেকে নন্দন, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর চষে ফেললেন টলিপাড়ার জাঁদরেল দুই তারকা- রঞ্জিত মল্লিক আর অপরাজিতা আঢ্য। আর তাঁদের এই গোপন অভিসার দেখে ফেললেন টলিপাড়ারই তারকাজুটি। কী কাণ্ড!

ভ্যালেন্টাইন উইকে প্রেমের জোয়ার ইন্ডাস্ট্রির অন্দরেও। খুঁনসুটি, সমালোচনা-কটাক্ষ নিয়ে নিন্দুকরা যতই জোট বাঁধুক, টলিপাড়ায় মজলিশও কম নয়। কিন্তু প্রেমদিবসে শহর তিলোত্তমার ইতি-উতি কী করছেন রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য? আর কারাই বা তাঁদের দেখে ফেললেন প্রেম করতে? তাহলে খোলসা করেই বলা যাক। এই দৃশ্য আদতে ‘লাভ ম্যারেজ’ সিনেমার। যার ট্রেলার মুক্তি পেয়েছে আজ প্রেমদিবসে। যার জেরে ভাঙতে বসেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে! কেন?

তাঁরাই অপরাজিতা আর রঞ্জিত মল্লিককে একসঙ্গে দেখে ফেললেন ভিক্টোরিয়া, নন্দনে। এই গল্প আসলে ছবির। যেখানে রঞ্জিত মল্লিকের ছেলের ভূমিকায় অভিনয় করছেন অঙ্কুশ হাজরা। আর ঐন্দ্রিলা সেনের মায়ের ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। ঘটনাচক্রে দু-জনের মা-বাবা একে-অপরের সঙ্গে প্রেম করেন। আর এই বিয়ে হলে প্রেমিক-প্রেমিকা থেকে সম্পর্ক বদলে ভাই-বোন হয়ে যাবে। সেখানেই ‘লাভ ম্যারেজ’ নিয়ে যত্ত ‘গ্যাঁড়াকল’। ঘটনাচক্রে ছবির প্রযোজক রঞ্জিত মল্লিকের জামাই সুরিন্দর কর্তা নিসপাল সিং। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকী। আপাতত ট্রেলার উপভোগ করুন-

[আরও পড়ুন: ‘আমার মাথায় রামদেবের..’, ‘বিনোদিনী’ রুক্মিণীকে নিয়ে ফের লঙ্কা-কাণ্ড ‘GK দিদি’ শ্রীলেখার]

প্রসঙ্গত, এই সিনেমার প্রোমোশনের জন্যই বিয়ে ভাঙার কথা প্রচার করছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির, বনি সেনগুপ্ত, বিক্রম, সোহম থেকে শুরু করে শ্রাবন্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা সকলেই সেই প্রচারের অংশীদার। এবার ফাঁস হল আসল রহস্য।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranjit mallick aparajita adhya features in ankush oindrilas love marriage