/indian-express-bangla/media/media_files/2025/02/12/LSfwCJeG4kHxt7Sp9e3p.jpg)
Ranveer-poonam: রণবীরের পাশে দাঁড়িয়ে কী বলছেন পুনম? Photograph: (Instagram)
Poonam Pandey stands with Beerbiceps: শেষ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন বিয়ার বাইসেপ্স অথবা রণবীর এলাহাবাদিয়া। ইউটিউবার নিজের মন্তব্যের কারণেই রোষানলে, কোথাও তাঁর নামে দায়ের করা হয়েছে মামলা, আবার কোথাও তাঁকে তুলোধোনা করা হচ্ছে। মহিলা মঞ্চের তরফে তো তাঁকে রীতিমতো ডেকে পাঠানো হয়েছে।
রণবীর, নিজের সাক্ষাৎকারের জন্য বেশ জনপ্রিয় ছিলেন। শুধু তাই নয়, এদেশের তারকারাই বললে ভুল হবে, বরং বলা উচিত বিদেশের বহু পেশার বহু মানুষ এসেছেন এই শোয়ে। এবং তাঁর সাক্ষাৎকারের নানা মুহূর্ত ভাইরাল হয় ঝড়ের গতিতে। এবার তিনি সময় রায়নার শোয়ে এমন কিছু বলে বসেছেন যে কেঁদে কেটেও লাভ নেই। বরং তাঁর অদ্ভুত মন্তব্যে রেগে আগুন প্রায় গোটা দেশ।
রণবীর কী বলেছিলেন?
তিনি সময় রায়নার শোয়ে গিয়ে এটাই বলেছিলেন, যে তুমি তোমার বাবা মায়ের মধ্যে যৌন মিলন দেখতে চাও সারাজীবন? নাকি তাতে যোগ দিয়ে প্রথম দিনেই ঘটনাটির নিষ্পত্তি করতে চাও? এই মন্তব্যের পরেই রণবীরের জীবনে ঘনিয়ে এসেছে অন্ধকার। শুধু তাই নয়, অনেক তারকার তরফে তাঁদের এপিসোডের প্রয়োজনীয় শুটিংয়ের তারিখ ক্যানসেল করা হয়েছে। তাঁর মধ্যে বি প্রাক অন্যতম। এমনকি, এও বলা হয়েছে যে ভারতীয় সংস্কৃতি নিয়ে এহেন মন্তব্য করেন, তাঁর শোয়ে যেতে আপত্তি রয়েছে তাঁদের।
আরও পড়ুন - Ranveer Alhabadia Issue: মা-বাবার যৌন মিলন নিয়ে মন্তব্যের জেরে মামলা দায়ের, 'একটু মনুষ্যত্ব দেখান..', আদৌ ক্ষমা চাইলেন রণবীর?
আর এদিকে যেখানে গোটা দেশ তাঁর ওপর রেগে আগুন, তাঁর সংস্কৃতি এবং শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন সেখানে আরেক বিতর্কিত মানুষ পুনম পান্ডে তাঁকে সাপোর্ট করেছেন। যদিও, কিছুদিন আগে তিনি জরায়ুর ক্যান্সার নিয়ে আলোচনায় ছিলেন। নিজেই সকলের উদ্দেশ্যে জানিয়েছিলেন, যে তিনি মারা গিয়েছেন ক্যানসারে। যদিও, পরে জানান যে এই রোগের বিষয়ে সতর্ক করতেই এহেন কান্ড করেছিলেন তিনি। তিনি এবার রণবীরের হয়ে কথা বলেছেন। সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তিনি...
"বিয়ার বাইসেপ্সকে নিয়ে অনেক কিছু পড়ছি। কিন্তু, এবার থামুন আপনারা। ওকে দিয়ে ভুল হয়ে গিয়েছে। এবার কি বাচ্চাটার প্রাণ নেবেন? ক্ষমা করে দিন না আপনারা..." পুনম এই শোয়ে এসেছেন আগে। রণবীরের সঙ্গে তাঁর সক্ষতা আছে একথাও প্রমাণিত।
ক্ষমা চেয়েছেন রণবীর :-
এই ঘটনা ঘটার পরপরই, ইউটিউবার সমাজ মাধ্যমে একটি ভিডিও করে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করতে শিখবেন তিনি। তাঁর এই মন্তব্য কাউকে আঘাত করার জন্য ছিল না, এমনকি হাস্যকর ও ছিল না।