Bollywood Movie Dhurandhar: হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে রোম্যান্স ৪০-এর রণবীরের! 'ধুরন্ধর'-র প্রথম ঝলক মুক্তি পেতেই তরজা তুঙ্গে

Ranveer Singh-Sara Arjun: ৪০-এর রণবীরের সঙ্গে 'ধুরন্ধর'-এ অভিনয় করেছেন বছর ২০-এর সারা অর্জুন। বয়সের বিস্তর ফারাক নিয়ে চর্চা একেবারে তুঙ্গে।

Ranveer Singh-Sara Arjun: ৪০-এর রণবীরের সঙ্গে 'ধুরন্ধর'-এ অভিনয় করেছেন বছর ২০-এর সারা অর্জুন। বয়সের বিস্তর ফারাক নিয়ে চর্চা একেবারে তুঙ্গে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বয়সের বিস্তর ফারাক নিয়ে চর্চা

Ranveer Singh-Sara Arjun Age Gap: রবিবাসরীয় দুপুর, ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২ টা বেজে ১২ মিনিট। ৬ জুলাই রণবীর সিং তাঁর জন্মদিনে ভক্তদের চমক দিতে কিন্তু, ভুললেন না। যদিও সেই ইঙ্গিত ভক্তরা আগেই পেয়েছিলেন। জন্মদিবের আগের রাতে ইনস্টা হ্যান্ডেল থেকে সব পোস্ট সরিয়ে ফেলেন। শুধু ইনস্টা স্টোরিতে তরবারির দুটি ছবি দিয়ে লিখেছিলেন 12:12, এর নেপথ্যে লুকিয়ে থাকা রহস্য উম্মোচনে মরিয়া হয়ে উঠেছিলেন অনুরাগীরা। তার মাঝেই প্রকাশ্যে রণবীর সিংয়ের নতুন 'ধুরন্ধর'-র ফার্স্ট লুক। 

Advertisment

ইনস্টাগ্রামে রণবীরের লুকের প্রথম ঝলক দেখেই জাস্ট ক্লিক বোল্ড ভক্তরা। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, জুতো থেকে দেশলাইয়ে আগুন ধরিয়ে ধোঁয়া ওঠা সিগারেটে সুখটানের সঙ্গে প্রতিশোধ নেওয়ার সংলাপ। ধুঁয়াধার অ্যাকশনে ভরপুর 'ধুরন্ধর'-এর কয়েক সেকেণ্ডের ঝলক মনে করিয়ে দিচ্ছে রণবীরে আলাউদ্দিন খিলজির লুক। ৪০-এর রণবীরের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন বছর ২০-এর সারা অর্জুন। 

Advertisment

নায়ক-নায়িকার বয়সের ২০ বছরের বিস্তর ফারাক এখন টক অফ দ্য টাউন। সোশ্যাল মিডিয়ায় রণবীর-সারার যুগলবন্দি নিয়ে চলছ বিস্তর কাটাছেঁড়া। আগামী ৫ ডিসেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে রণবীর-সারার ধুরন্ধর, তার আগে সিনেমার প্রথম প্রোমো মুক্তি পেতেই উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। আর সেই উত্তেজনায় ঘৃতাহুতির দিচ্ছে, রণবীর-সারার ২০ বছরের বয়সের ব্যবধান। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী হিসেবে খুবই জনপ্রিয় সারা অর্জুন। হিন্দি ছবিতেও অভিনয় করেন সারা। বেশ কিছু তামিল ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। সম্প্রতি মনি রত্নমের 'পোন্নিইন সেলভন'-এ ঐশ্বর্য রাই বচ্চনের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন জন্মদিনের আগের রাতেই গায়েব, কী হল বলিউডের 'বাজিরাও' রণবীর সিংয়ের?

রণবীরের সঙ্গে ধুরন্ধরে সারাকে কোন চরিত্রে দেখা যাবে সেটা অবশ্য এখনও জানা যায়নি। এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি লিখেছেন, 'আমরা ভাবতে পারি না ৪০ বছরের রণবীর সিং ২০ বছরের সারার সঙ্গে ধুরন্ধরে রোম্যান্স করবেন? এটা বলিউডেই একমাত্র সম্ভব।' ভারতীয় সুপার স্পাই এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের জীবনের আধারে গল্প বুনেছেন আদিত্য ধর। ধুরন্ধর-এর রণবীর-সারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর.মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল। ধুরন্ধর-এর সঙ্গে ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে প্রভাসের সিনেমা 'দ্য রাজা সাব'। 

Ranveer Singh Bollywood News