Bollywood Actor: জন্মদিনের আগের রাতেই গায়েব, কী হল বলিউডের 'বাজিরাও' রণবীর সিংয়ের?

Ranveer Singh: ৬ জুলাই রণবীর সিংয়ের জন্মদিন। আর জীবনের এই বিশেষ দিনে নিয়ে ফেললেন বিরাট সিদ্ধান্ত। কী করলেন 'বেফিকরে' রণবীর? উত্তরের অপেক্ষায় ভক্তরা।

Ranveer Singh: ৬ জুলাই রণবীর সিংয়ের জন্মদিন। আর জীবনের এই বিশেষ দিনে নিয়ে ফেললেন বিরাট সিদ্ধান্ত। কী করলেন 'বেফিকরে' রণবীর? উত্তরের অপেক্ষায় ভক্তরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

জন্মদিনের সারপ্রাইজ!

Ranveer Singh Birthday: রণবীর সিং, কখনও তিনি 'বেফিকরে' তো কখনও আবার 'বাজিরাও'। ছকভাঙা চরিত্রে অভিনয় করতেই ভালবাসেন রণবীর। শুধু সিনেমার পর্দায় চরিত্রায়ণের ক্ষেত্রেই নয়, জীবনযাপনেও তিনি যেন সকলের থেকে আলাদা। তাঁর হটকে ফ্যাশনসেন্স তৈরি করে নতুন স্টাইল স্টেটমেন্ট। সোশ্যাল মিডিয়ায় সেই জন্য তুমুল ট্রোলও হন, যদিও সেসব বিষয়ে কোনও তোয়াক্কা করেন না রণবীর সিং। সাবলীল অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন অভিনেতা।

Advertisment

ফিল্মি কেরিয়ারে সফল নায়কের তকমাও অর্জন করেছেন। আজ ৬ জুলাই রণবীর সিংয়ের জন্মদিন। দেখতে দেখতে জীবনের ৪০টি বসন্ত পার করে ফেললেন। শুভেচ্ছায় ভাসছেন বার্থডে বয়। একইসঙ্গে রণবীরের আচরণে মন খারাপ ভক্তদের। কী এমন করলেন অভিনেতা? জন্মদিনের আগের দিন আচমকা গায়ের রণবীর। ইনস্টা হ্যান্ডেলে নেই একটিও পোস্ট। প্রোফাইল পিকচর সম্পূর্ণ কালো! স্টোরিতে শুধু রয়েছে দুটি তরবারির ক্রশ করে রাখার ছবি।

Advertisment

আর সঙ্গে লেখা 12:12, এই ইঙ্গিতপূর্ণ পোস্টের নেপথ্যে লুকিয়ে থাকা রহস্য উন্মোচনে মরিয়া রণবীরের অনুরাগীরা। ইনস্টাগ্রামে রণবীর সিংয়ের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা ৪৭ মিলিয়ান। অভিনেতার প্রতি মুহূর্তের আপডেটে নজর থাকে ভক্তদের। জন্মদিনের কোনও সারপ্রাইজ দেন কিনা তারই অপেক্ষায় প্রহর গুনছেন রণবীর ভক্তরা।

 

অনেকের অনুমান, সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে ফেলা রণবীরের আপকামিং স্পাই থ্রিলার Dhurandar-এর প্রচারেরই অংশ।  12:12 এই লেখার মাধ্যমে হয়ত ছবি মুক্তির দিনের আভাস দিলেন রণবীর। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ৬ জুলাই রণবীর সিংয়ের জন্মদিনেই নাকি তাঁর নতুন ছবি Dhurandar-এর টিজার মুক্তি পাবে। এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর,মাধবন সহ আরও অনেকে। সাত ও আটের দশকে পাকিস্তানের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। 

আরও পড়ুন দুয়ার প্রথম ক্রিসমাসে বিশেষ কী আয়োজন করলেন দীপিকা? ছবি শেয়ার করতেই রণবীর বললেন...

প্রসঙ্গত, ২০২৪-এর ৮ সেপ্টেম্বর রণবীর-দীপিকার ঘর আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান দুয়া পাডুকোন সিং। মুম্বইয়ে নিজের আবাসনের ক্লাব হাউজে হাতে গোনা কিছু সেলেব পাপারাৎজ্জিদের নিমন্ত্রণ করেছিলেন তারকা দম্পতি। সেখানেই মেয়ের মুখদর্শন করিয়েছে দীপবীর। তবে হাতজোড় করে ছবি শিকারিদের কাছে ছবি না তোলার অনুরোধ করেছিলেন রণবীর সিং। অভিনেতার আবদার রেখেছেন সেলেব প্যাপরাও। ছোট্ট দুয়ার সঙ্গে রণবীরের জন্মদিন যে একেবারে জমে যাবে সে কথা বলাইবাহুল্য।  

আরও পড়ুন মেয়ের জন্মের পর প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি, দুয়ার মুখ দেখিয়ে কী বললেন রণবীর-দীপিকা?

Ranveer Singh Bollywood Actor