/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/ranveer.jpg)
'রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস' পর্ব নিয়ে চর্চা তুঙ্গে
বেয়ার গ্রিলসের সঙ্গে রণবীর সিংয়ের Man Vs Wild পর্ব নিয়ে চর্চা তুঙ্গে। বলিউডের আমুদে অভিনেতার কর্মকাণ্ডে যারপরনাই তিতিবিরক্ত নেটপাড়া। ছিঃ-ছিঃ রব উঠেছে চারদিকে! কেন? শোয়ের মাঝেই গ্রিলসকে জাপটে ধরে বার বার চুমু খাচ্ছেন রণবীর। আর সেই ভিডিও ভাইরাল হতেই দেখে নেটিজেনদের চোখ কপালে! অতঃপর অভিনেতাকে কটাক্ষ করতেও ছাড়েননি তাঁরা।
৮ জুলাই নেটফ্লিক্স-এর পর্দায় সম্প্রচারিত হয়েছে রণবীর-বেয়ারের Man Vs Wild পর্ব। প্রতিকূল পরিবেশে বন্য জন্তুর কবলে পড়ে কীভাবে টিকে থাকতে হয়, তা দেখে দর্শকদের আত্মারাম খাঁচা হলেও রণবীরের কর্মকাণ্ড মোটেই ভাল নজরে নেননি তাঁরা। বেয়ার গ্রিলসকে এভাবে টেনে ধরে বারবার কেন চুমু খাচ্ছিলেন তিনি? সেই প্রশ্ন তুলে বেজায় চটেছেন নেটদুনিয়ার একাংশ।
This guy embarrassing India everywhere he's going now, cringiest person on the planet#RanveerVsWild#RanveerSinghhttps://t.co/iC0G0bIVdV
— RK. (@Ranbir_kapoor18) July 12, 2022
নেটিজেনদের একাংশের মত, এভাবে একনাগাড়ে যে চুম্বন খাচ্ছেন, বেয়ার গ্রিলস তো চাইলেই যৌন হেনস্তার অভিযোগ আনতে পারেন রণবীর সিংয়ের বিরুদ্ধে। আরেক পক্ষের প্রশ্ন, 'এরকম অসভ্য আচরণ করছেন কেন?' নেটদুনিয়ার নীতিপুলিশদের একাংশ আবার দীপিকা পাড়ুকোনের স্বামীকে 'রিহ্যাবে পাঠানোর' পরামর্শও দিয়েছেন। আবার কেউ বলছেন, 'রণবীর সিং কি আদতেই বাস্তবজীবনে নিজেকে আলাউদ্দিন খিলজি বলে মনে করেন?' এক নেটিজেন তো বলেই বসলেন, 'এই ছেলেটা বিদেশের যেখানেই যায়, অসভ্যতামি করে দেশকে ছোট করে।..' সবমিলিয়ে 'রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস' পর্ব নিয়ে চর্চা তুঙ্গে।
<আরও পড়ুন: অশোক স্তম্ভের ‘বিতর্কিত’ সিংহর মুখ নিয়ে মন্তব্য! নেটদুনিয়ায় চরম ট্রোলড ঋত্বিক>
Border line assault pic.twitter.com/1ofaE3EAHa
— Rurush (@Rurush18) July 10, 2022
Can India as a nation collectively disown this moron? 🤦🏽♀️🤦🏽♀️ https://t.co/vEj9l9Rafq
— Savitri Mumukshu - सावित्री मुमुक्षु (@MumukshuSavitri) July 12, 2022
উল্লেখ্য, এই শোয়ে রণবীরকে পুরোদস্তুর অ্যাডভেঞ্চারের মজা নিতে দেখা গিয়েছে। বেয়ার গ্রিলসও বলিউডের এমন রসিক অভিনেতাকে পেয়ে উত্তেজিত হয়েছেন। তবে গ্রিলসকে চুম্বন করার দৃশ্য বড় বিরক্তিকর ঠেকেছে নেটিজেনদের কাছে। অনুরাগীদের প্রশ্ন, 'আরে, দীপিকা কি দেখছেন অভিনেতার এমন কাণ্ড?'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন