নয়া সংসদভবনের অশোক স্তম্ভ উন্মোচন নিয়ে বিতর্ক তুঙ্গে! পশুরাজের মুখ নিয়ে আপত্তি তুলেছে গেরুয়া শিবির বিরোধীরা। প্রশ্ন উঠেছে? মায় অশোক স্তম্ভে সিংহের মুখগুলো কি হিংস্র? যা নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল! এমনকী সোশ্যাল মিডিয়াতেও চর্চা প্রচুর। এবার সেই বিতর্কেই ঘি ঢাললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।
কী বললেন অভিনেতা? নয়া অশোক স্তম্ভের সিংহের মুখ দেখে ঋত্বিকের মন্তব্য, “সিংঘমটার হাঁ করা মুখে পরিমাণ মতো লালা থাকলে বেশ লাগতো।” অভিনেতা যে বিদ্রুপ করেই এমন মন্তব্য করেছেন, তা বলাই বাহুল্য। কিন্তু ঋত্বিকের মন্তব্য নিয়েও এবার সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। আসরে নেমে একপক্ষ অভিনেতাকে সমর্থন করে মোদী সরকারের এমন কাণ্ডকীর্তিতে ঠাট্টা-তামাশা করেছেন তো, অপর পক্ষ আবার ঋত্বিককে ‘বুদ্ধিজীবি’ আখ্যা দিয়ে ধুয়ে দিয়েছেন। ঋত্বিক চক্রবর্তীর পোস্ট নিয়ে যারপরনাই চর্চা নেটদুনিয়ায়। অভিনেতা নিজেও ট্রোলের উত্তর দিয়েছেন।
[আরও পড়ুন: উত্তরবঙ্গের জঙ্গলে শুটিং চলাকালীন কেলেঙ্কারি কাণ্ড! বন্ধ হল মধুমিতার ছবির কাজ]
আরও পড়ুন [ ‘নারীকেন্দ্রিক ছবি বলে বাদ!’, ‘শ্রীমতি’র জন্য হল না পেয়ে SVF-কে চরম কটাক্ষ স্বস্তিকার ]
প্রসঙ্গত, প্রায় বারশো কোটি টাকা খরচা করে ৯৫০০ কেজি ওজনের এই নতুন অশোক স্তম্ভ বানিয়েছে মোদী সরকার। যাতে হাত লাগিয়েছিলেন ১০০ কারিগর। সোমবার সেই স্তম্ভ সংসদভবনের ছাদে বসানো হয়। প্রধানমন্ত্রী উন্মোচন করার পর থেকেই বিতর্ক তুঙ্গে। বিরোধীদের দাবি, “এই স্তম্ভে সিংহের মুখগুলো বেশি হিংস্র।” শুধু তাই নয়, একপক্ষ তো এও বলে বসেন যে, “আসলে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির প্রতীক হিসেবেই সিংহের মুখে এমন পরিবর্তন।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন