আম্বানিদের গণেশ বিসর্জনে নেচে-কুঁদে অস্থির রণবীর-দীপিকা, ট্রাকের ওপরই ধুন্ধুমার কাণ্ড!

আম্বানি পরিবারের সঙ্গে মাতোয়ারা দীপবীর

আম্বানি পরিবারের সঙ্গে মাতোয়ারা দীপবীর

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ranveer singh deepika padukone at ambani ganpati bash visarjan

গণপতি বিসর্জনে রণবীর সিং

গণেশ উৎসবে মেতেছে মহারাষ্ট্র। গণপতি আরাধনায় সামিল হয়েছিলেন তারকারাও। আর এবার ভাসানেও চরম আনন্দে ভাসলেন তাঁরা। বিশেষ করে রণবীর-দীপিকার ( Ranveer-Deepika ) ভাসান ড্যান্সে মুগ্ধ দর্শকরা।

Advertisment

ফুল পাওয়ার মোডে নাচে ব্যাস্ত রণবীর। আম্বানিদের গণপতি বিসর্জনে নেচে কাঁপালেন অভিনেতা। অন্যদিকে, শান্তভাবে বসে রয়েছেন দীপিকা। হাত নাড়লেন অনুরাগীদের উদ্দেশ্যে। ফুল দিয়ে সাজানো ট্রাক, তারমধ্যেই উত্তেজিত রণবীর। ট্রাকের ভেতর থেকেই নাচলেন-গণপতি উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করলেন।

পরনে সাদা পোশাক, গলায় হলুদ ওড়না- চোখে সানগ্লাস, আলাদাই আনন্দে দেখা গেল তাঁকে। সঙ্গে ছিলেন আম্বানি পরিবারের অনেকেই। শ্লোকা মেহতা, রাধিকা মার্চেন্ট, এবং অন্যান্যরা। চারিদিকে আলোর মালা, ফুল ছড়ানো হচ্ছে। আবির মাখা গালে দেখা গেল দীপিকাকে। চারিপাশে বাজছে ঢোল-তাশা। অগণিত মানুষের ভিড়। কেউ এসেছেন গণপতি বিসর্জনে সামিল হতে, আবার কেউ এসেছেন পছন্দের মানুষকে দেখতে।

Advertisment

আরও পড়ুন < আবারও ছন্দপতন! ‘মিঠাই’কে টেক্কা দিয়ে দর্শকদের মণিকোঠায় গৌরী-ঈশান >

আপাতত সপ্তম স্বর্গে রণবীর। কিছুদিন আগেই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। '৮৩' সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে মন কেড়েছিলেন। আগামীতে রকি অউর রানী কি প্রেম কাহানিতে। অন্যদিকে, দীপিকা ব্যস্ত পাঠান নিয়ে। মহারাষ্ট্রে সকলেই মেতেছিলেন গণেশ আরাধনায়। শাহরুখ খান থেকে আমির খান, শিল্পা শেঠি - বাদ পড়েননি কেউই।

bollywood deepika padukone Ranveer Singh Entertainment News