Ranveer-Deepika Daughter Birthday: দেখতে দেখতে রণবীর-দীপিকার মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের তিন মাস অতিক্রান্ত। ৮ সেপ্টেম্বর দীপবীরের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজকন্যা। গণেশ চতুর্থীতেই ঘরে পড়েছে 'লক্ষ্মী' -র পদধূলি। রণবীর-দীপিকার মেয়ের তিন মাসের জন্মদিনে বিশেষ উদ্যোগ ঠাকুমা অঞ্জু ভবানির। নাতনির প্রতি ভালোবাসা, আন্তরিকতা প্রদর্শন করেছেন। সেই সঙ্গে ভাল মানুষ হওয়ার জন্য আশীর্বাদ করেছেন রণবীরের মা।
তিন মাসের একরত্তি দুয়াকে দিলেন একটা দারুণ 'উপহার'। না , কোনও দামী খেলনা বা বাড়ি-গাড়ি নয়। নাতনির শুভকামনায় কোমর পর্যন্ত চুল কেটে ফেললেন অঞ্জু ভবানি। নাতনির জীবনের বিশেষ দিনে ক্যানসার আক্রান্তদের পাশে থাকার প্রয়াসকে কুর্নিশ জানিয়েছে সাধারণ মানুষ।
সেলেব পাপারাৎজ্জি তাঁর সোশ্যাল মিডিয়ায় রণবীরের মায়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে বিনুনি (চুলের কাটা অংশ) হাতে নিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন অঞ্জু ভবানি। আরও একটি ছবি রয়েছে যেখানে স্কেল দিয়ে বিনুনির দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে।
লম্বা চুল এখন কাঁধ পর্যন্ত। অঞ্জু ভবানিতাঁর ইনস্টা স্টোরিতে ঘটনার ব্যখা দিয়েছেন। কেন নাতনির তিন মাসের জন্মদিনে চুল কেটে ফেললেন। শুরুতেই লেখা, আমার ডার্লিং দুয়াকে তিন মাসের জন্মদিনের অনেক শুভেচ্ছা। রণবীরের মা অঞ্জু ভবানি পোস্টে নাতনির উদ্দেশ্যে লিখেছেন, 'আশা করি তোমার জীবনের এই বিশেষ দিনটি ভালবাসায় ভরে উঠুক। আমার তরফে তোমার জন্য অনেক শুভেচ্ছা। আমরা দুয়ার বড় হয়ে ওঠার মুহূর্তটা উদযাপন করছি'।
দুয়ার ঠাকুমা যোগ করেন, 'সেই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখছি, জীবনে চলার পথে মনুষত্ব, আন্তরিকতা, দয়া-মায়া রাখাটা অত্যন্ত জরুরি। যাঁরা এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে পারে।' রণবীরের মায়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটনাগরিকরা।
প্রসঙ্গত, সম্প্রতি বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের শো দেখে ফেরার সময় রাজকন্যাকে বুকে আগলে বিমানবন্দরে পৌঁছে ছিলেন দীপিকা। রাজকন্যার মুখ কোনওভাবেই দেখতে দেননি রণবীর ঘরণী। তবে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে একরত্তি দুয়ার ছোট্ট দুটি হাত।
আরও পড়ুন: মায়ের কোলে ছোট্ট দুয়া, মেয়েকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে দীপিকা