Advertisment

কপিল দেবের বেশে রণবীর সিং, সৌজন্যে কবীর খান

রণবীর সিং অভিনীত 83, প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের ওপর তৈরি। ১৯৮৩ সালে তাঁর নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবিতে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং।

বিভিন্ন ধরণের ইন্টারেস্টিং প্রজেক্ট রয়েছে রণবীর সিংয়ের ঝুলিতে। সিম্বার সাফল্যের পর গল্লি বয়ের ট্রেলারও যথেষ্ট সাড়া ফেলেছে। এতকিছুর মধ্যেই সম্প্রতি নিজের পরের ছবি 83 এর পোস্টার শেয়ার করলেন অভিনেতা। রণবীর সিং অভিনীত 83, প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের ওপর তৈরি। ১৯৮৩ সালে তাঁর নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। ছবিতে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং। পরিচালক কবীর খান। ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করেছেন তিনি।

Advertisment
View this post on Instagram

And the glorious journey begins........ #83 ???? #kapildev @83thefilm #balwindersinghsandhu @kabirkhankk

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

গতবছর এই ছবি নিয়ে রণবীর পিটিআইকে বলেছিলেন, ''আমাদের খেলার ইতিহাসে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা ও দেশের ইতিহাসের পাতাতেও লেখা থাকবে আমাদের প্রথম বিশ্বকাপ জয়। এই ঘটনাই আরও একবার ভারতকে পৃথিবীর মানচিত্রে ওপরের দিকে নিয়ে এসেছিল। ভারত নিজের অস্তিত্বের ছাপ রেখেছিল। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ৪৩ রানে জয় নিশ্চিত করেছিল''।

আরও পড়ুন, সুপার থার্টি-র মুক্তির দিন জানালেন হৃতিক রোশন

রণবীর পরে ছবি নিয়ে আরও বলেন, ''আমি চিরকাল এরকম ছবির অংশ হতে চেয়েছি যা আমাদের দেশকে গর্বিত করেছে। কপিল দেবের নেতৃত্বে ট্রফি জেতার গল্প এই প্রজন্মকে জানানোটা জরুরি এবং আমি খুশি যে ছবিটায় অভিনয় করতে পারছি''। তিনি এও বলেন যে কপিল দেবের ভূমিকায় অভিনয় করাটাও বিশেষ অনুভূতি।

সম্প্রতি, রোহিত শেট্টির অ্যাকশন ছবি সিম্বায় দেখা গিয়েছে তাঁকে। অজয় দেবগণ অভিনীত সিংহম ফ্র্যাঞ্চাইজির অংশ সিম্বা। ইতিমধ্যেই ৩৫০ কোটি আয় করেছে সিম্বা।

Read the full story in English 

Ranveer Singh
Advertisment