Advertisment

জেনে নিন কীভাবে অনলাইনে দেখবেন রণবীরের 'সিম্বা'

রণবীর সিংয়ের সিম্বা মুক্তির একদিনের মধ্যেই জনপ্রিয় হতে শুরু করেছে। কিন্তু রোহিত শেট্টির এই ছবি দেখতে হলে পৌঁছতে না পারলে অনলাইনে দেখার ব্যবস্থা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রোহিত শেট্টির এই ছবি দেখতে হলে পৌঁছতে না পারলে অনলাইনে দেখার ব্যবস্থা রয়েছে

রণবীর সিংয়ের সিম্বা মুক্তি একদিনের মধ্যেই জনপ্রিয় হতে শুরু করেছে। রোহিত শেট্টির স্টাইলে তৈরি এই ছবি দেখতে সিনেমা হলে ভিড় জমিয়েছেন অনেকেই। এই কপ ড্রামা আদ্যোপান্ত বলিউডি মশলার মিশেলেই তৈরি। প্রসঙ্গত, সিম্বা অজয় দেবগণ অভিনীত সিংহম ছবির জঁর। সিনেমা হলে ছবিটা দেখে দর্শকরা অনাবীল আনন্দ পাওয়ার ইঙ্গিতই দিচ্ছে।

Advertisment

সারা আলি খানের বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছে রণবীরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে সনু সুদ। ট্রেলার দেখেই আকর্ষন তৈরি হয়েছিল ছবিটা দেখার। কিন্তু কোন উপায়েই যদি সিনেমা হলে গিয়ে না দেখা হয়ে ওঠে সিম্বা? চ‌িন্তার কোনও কারণ নেই, অনলাইনে ছবিটা দেখার ব্যবস্থারও রয়েছে। ছবির প্রথমেই সিম্বার পার্টনার জি ফাইভ ঘোষনা করেছেন অনলাইনে স্ট্রিমিং হবে এই ছবির। সেই মতো স্বত্ত্বও কিনে রেখেছেন তারা। আসলে জি ফাইভ এই ছবির অনলাইন স্ট্রিমিং পার্টনার। কিন্তু কবে থেকে অনলাইনে আসবে সে সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য দেয়নি জি ফাইভ।

আরও পড়ুন, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’এর ট্রেলার টুইট, সমালোচনার মুখে বিজেপি

যদিও সমালোচনার নিরিখে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা বলেছেন, ''সিম্বা দেখার একটাই কারণ সেটা হল রণবীর সিং। গোঁফ পাকিয়ে, চকচকে মুখে আর চওড়া কাঁধ নিয়ে পুলিশের পোশাকে স্ক্রিন জুড়ে হেঁটে চলেছেন। বিশ্বাস করুন মন্দ লাগবে না। পুলিশ স্টেশনের মধ্যে ঘোরাফেরা করে, গুণ্ডাদের সঙ্গে মারামারি করে এবং রাস্তায় চলতে চলতে শগুনের প্রেমে পড়া, প্রত্যেকটা মূহুর্তে নিজেকে উজার করে দিয়েছেন, এটা জেনেও যে তাঁকে একটা নির্দিষ্ট পরিসরে কাজ করতে হবে''।

প্রথমদিনেই সিম্বা ১৮ কোটি টাকার আয় করার কথা মনে করা হচ্ছে। এমনকি শাহরুখ খানের জিরোও বক্সঅফিস নাম্বারে পিছিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

Read the full story in English 

Ranveer Singh bollywood movie
Advertisment