Rashmika Mandana Property: ৩০-এর আগেই সাফল্যের মধ্যগগনে, একাধিক বাংলো-বিলাসবহুল গাড়ি, রশ্মিকার সম্পত্তির পরিমান জানেন?

Rashmika Mandana: বয়স মাত্র ২৯। ৫ এপ্রিল দক্ষিণী অভিনেত্রীর জন্মদিন। বার্থডে গার্ল রশ্মিকার মোট সম্পত্তির পরিমান শুনলে চমকে যাবেন।

Rashmika Mandana: বয়স মাত্র ২৯। ৫ এপ্রিল দক্ষিণী অভিনেত্রীর জন্মদিন। বার্থডে গার্ল রশ্মিকার মোট সম্পত্তির পরিমান শুনলে চমকে যাবেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rashmika mandana-Bollywood/ Chhava

রশ্মিকার মোট সম্পত্তির পরিমান জানেন?

Rashmika Mandana  Birthday: ৫ এপ্রিল ২৯ তম জন্মদিন সেলিব্রেট করছেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দনা। বয়স ৩০-ও হয়নি কিন্তু সাফল্যের মধ্যগগনে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। দক্ষিণী ছবি থেকে বলিউডি মুভিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। সদ্য মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান অর্থাৎ সলমনের সঙ্গে সিকন্দর। এই ছবি বক্স অফিসে সেভাবে সাড়া না ফেললেও ভিকির সঙ্গে ছাবা সুপারহিট। অল্প বয়সে একদিকে যেমন অভিনেত্রী হিসেবে সাফল্য পেয়েছেন তেমনই রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। ফোবর্স-এর রিপোর্ট অনুযায়ী, রশ্মিকার মোট সম্পত্তির পরিমান ৬৬ কোটি।  

Advertisment

আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পায় শ্রীভল্লি-র চরিত্রে ছিল রশ্মিকার কেরিয়ারের নজরকাড়া সাফল্য। এই ছবির জন্য নাকি ১০ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন, অন্য ছবি পিছু চার কোটি পারিশ্রমিক নেন। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন থেকেও মোটা টাকা আয় করেন রশ্মিকা মন্দানা। মুম্বইয়ের পাশাপাশি ব্যাঙ্গালুরুতে আট কোটির বাংলো আছে বার্থডে গার্ল রশ্মিকা মন্দানার। এছাড়াও গোয়া, কুর্গ আর হায়দরাবাদেও সাধের বাংলো বানিয়েছেন রশ্মিকা। ২০২১- এ মায়ানগরীতে বাড়ি কেনার পর Times of India-কে বলেছিলেন, 'যখন এই বাড়িটা দেখেছিলাম তখনই কেনার ইচ্ছে হয়েছিল। আমার পোষ্য বিড়ালেরও এই জায়গাটা পছন্দ হয়েছিল। নতুন আবহাওয়া নতুন শহর সব মিলিয়ে আমার খুব পছন্দ হয়েছিল।' 

অভিনেত্রীর গ্যারাজে রয়েছে লাক্সরি ব্র্যান্ডের গাড়ি। অডি কিউ ৩ যার দাম প্রায় ৪০ লাখ। SUV -এর দাম ভারতে আনুমানিক ১.৮৪ কোটি টাকা। মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস গাড়ির মূল্য ৫০ লাখ। এছাড়াও রয়েছে রেঞ্জ রোভার স্পোটর্স, টয়োটা ইনোভা ক্রেটা, মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস-এর মতো গাড়ি। সিকন্দর-এর সহ অভিনেতা সলমনের মোট সম্পত্তির সঙ্গে তুলনা করে Forbes India একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী, সলমনের মোট সম্পত্তির পরিমান ২৯০০ কোটি আর ছবি পিছু তাঁর পারিশ্রমিক ১০০ থেকে ১৫০ কোটি। 

 

Advertisment

আরও পড়ুন: স্নেহের ছলনায় যৌন হেনস্থা, বাবার মৃত্যুর পরই শিক্ষকের নোংরামির শিকার! মুখ খুললেন অভিনেত্রী

bollywood actress bollywood movie Bollywood News Bollywood Vs South Film Industry Rashmika Mandanna