/indian-express-bangla/media/media_files/2025/01/24/tp0YZVKaPJ3SB7Ozsd4t.jpg)
rashmika mandana: রশ্মিকার কাণ্ডে ফের সমালোচনা... Photograph: (Instagram)
অভিনেতাদের জীবনে এমন কিছু কিছু চরিত্র থাকে, যা তবে জীবনের অর্থ পাল্টে দেয়। এমনকি, তাঁরা সেই চরিত্রে এতটাই ভেসে যান, যেন মনে হয় এরপর আর জীবনে কেউ কিছু নেই। অভিনেত্রী রশ্মিকা মন্দানারুজীবনেও ঠিক তাই ঘটেছে। মহারানী জেসুবাই হিসেবে তাঁকে পর্দায় দেখা যেতে চলেছে। ফলে, একদিকে যেমন গর্ব হচ্ছে তাঁর, ঠিক তেমনই কেমন একটা বিষন্নতা ঘিরে রেখেছে তাঁকে।
রশ্মিকা তাঁর পা নিয়ে বেজায় ভুগছেন। কিছুদিন আগে সিকোন্দরের সেটে পায়ে চোট পেয়ে তিনি হাসপাতালে ছিলেন বেশ কিছুদিন। দিন দুয়েক আগেই রিলিজ পেয়েছেন। এবং তারপরই তাঁকে দেখা গেল আসন্ন ছবি ছাভার ট্রেলার লঞ্চে। শুধু তাই নয়, অভিনেত্রী লাল রঙের একটি সালোয়ার স্যুট পরে যেভাবে মোহময়ী হয়ে উঠেছিলেন, সহজে সকলে পারেন না। একে পায়ের এহেন সমস্যা, হাঁটতে পারছেন না অভিনেত্রী, তারপরেও তাঁকে দেখা গেল লাফিয়ে লাফিয়ে স্টেজে উঠলেন। একগাল হাসি লেগে আছে তাঁর। এমনকি, অভিনেত্রীকে স্টেজে উঠতে সাহায্য করলেন ভিকি নিজেই।
কিন্তু, সেই মঞ্চে উঠেই একদিকে যেমন নিজের জীবনের সেরা প্রশংসা পেলেন তিনি। ঠিক তেমনই, বেশ কিছু সমালোচনার শিকার পর্যন্ত হলেন। রশ্মিকা যেভাবে লাফিয়ে লাফিয়ে স্টেজে উঠলেন বেশিরভাগের এমনই বক্তব্য, এভাবে না লাফিয়ে যদি ক্রাচ নিয়েও তিনি হাঁটতেন, তাহলে হয়তো বা শো অফ কম হত। কেউ কেউ এও বললেন, পায়ে সমস্যা কিন্তু সেটা নিয়ে শুধুই ইমোশন পাওয়ার চেষ্টা করছেন তিনি? আবার কারওর কথায়, এত লাফানোর কী আছে? নাটক করে কী পান? কিন্তু রশ্মিকা ছাভার ট্রেলার লঞ্চের মঞ্চেই জানিয়ে দিলেন তিনি নাকি এবার অভিনয় জীবন থেকে বিদায় নিতে পারলেই খুশি?
আরও পড়ুন- মানালির পাহাড়ে হেঁটে বেড়াচ্ছেন খোদ মহাদেব! অবিশ্বাস্য দর্শনের অনুভূতি প্রকাশ্যে আনলেন রবি কিষণ
এই তো পুষ্পা ২ এর সাফল্য দেখলেন। ঐতিহাসিক চরিত্র পেতেই কি তবে নিজের দায়িত্ব ভুললেন তিনি? অভিনেত্রীকে দেখা গেল, এমনই বলতে যে এরপর, তিনি অবসর নিয়ে নিলেও তাঁর কাছে কোনো ব্যাপার না। রশ্মিকার কথায়, "একজন দক্ষিণের মানুষ হয়েও যেভাবে আমায় মহারানী জেসুবাইয়ের জন্য সুযোগ দেওয়া হয়েছে, এরপর আমার আর কি চাই? আমি আমার পরিচালক লক্ষ্মণ স্যারকে এটাই বলব যে, এরপর আমি খুশি খুশি অবসর নিয়ে নেব। আমি একদম কাঁদার মানুষ না, কিন্তু এই ছবিটা আমায় নাড়িয়ে দিয়েছে।
যদিও, এই ঘোষণার পর তাঁর ভক্তরা, বেশ মন খারাপে সুরেই নানা প্রশ্ন করেছেন। কিন্তু, এখনও বেশ কিছু ছবিতে তাঁর কমিটমেন্ট রয়েছে। এবং, অভিনেত্রী যে সলমনের সঙ্গে ছবির কাজ করছেন, সেকথাও নিজেই জানিয়েছেন। কিন্তু, মহারানীর এই চরিত্র যে তাঁকে দারুণ অনুপ্রেরণা দিয়েছে একথা নিজেই স্বীকার করেছেন তিনি।