Rashmika Mandanna Bollywood: অমিতাভের আশীর্বাদে শুভারম্ভ, রণবীর টু ভিকির সফল নায়িকা, এক নজরে রশ্মিকার বলিউড সফর

Rashmika Mandanna Birthday: ৫ এপ্রিল রশ্মিকা মন্দনার জন্মদিন। দক্ষিণী ছবির পর বলিউডে কী ভাবে পায়ের তলার জমি শক্ত করছেন পুষ্পার শ্রীভল্লী?

Rashmika Mandanna Birthday: ৫ এপ্রিল রশ্মিকা মন্দনার জন্মদিন। দক্ষিণী ছবির পর বলিউডে কী ভাবে পায়ের তলার জমি শক্ত করছেন পুষ্পার শ্রীভল্লী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
'অ্যানিম্যাল'-এর জন্য কত টাকা নিলেন রশ্মিকা মান্দানা, জেনে নিন অভিনেত্রীর মোট সম্পত্তি

রশ্মিকার বলিউড সফর

Rashmika Mandanna Bollywood Journey: শুধু দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রীই নন, সর্বোচ্চ আয়প্রাপ্ত হিরোইন রশ্মিকা মন্দানা। ২০১৬ সালে  কন্নড় ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল। অভিনয় দক্ষতায় দক্ষিণী ছবির সফল অভিনেত্রীর তকমা পেয়েছেন রশ্মিকা। ৫ এপ্রিল শনিবার পর্দার শ্রীভল্লি ওরফে রশ্মিকা মন্দানার ২৯ তম জন্মদিন। জীবনের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় 'হ্যাপি মুড'-এর বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সামনে সাজানো মনপসন্দ খাবার।

Advertisment

 পুলের পাশে একটি রিসর্টে জন্মদিনে পেটপুজো সারতে ব্যস্ত বার্থডে গার্ল। রশ্মিকার 'হ্যাপি ফেস' দেখে দিল খুশ ভক্তদেরও। তবে ক্যামেরার পিছনে কে তা জানতে উৎসুক ভক্তরা। একদিকে ছাবার সাফল্য তো অন্যদিকে সলমনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে দর্শকের দরবারে হাজির দক্ষিণী সুন্দরী। দক্ষিণী ছবির পাশাপাশি ২০২২-এ বলিউডে এন্ট্রি নেন রশ্মিকা।

Advertisment

প্রথম হিন্দি ছবি তাও আবার খোদ বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গে। ইন্ডাস্ট্রির অ্যাংরি ইয়ং ম্যানের সঙ্গে সকলে কাজ করার স্বপ্ন দেখেন আর রশ্মিকার তো প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন। এরপর ২০২৩-এ মিশন মঞ্জু ও অ্যানিমলে অভিনয় করেছেন। রণবীর-রশ্মিকার অন স্ক্রিন কেমেস্ট্রি তেহেলকা তৈরি করেছিল বক্স অফিসে। ২০২৫- এ ভিকি কৌশলের সঙ্গে ছাবা-য় স্ক্রিন শেয়ার করেছেন রশ্মিকা। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। রশ্মিকার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে। 

ছাবা মুক্তির কিছুদিন পরই সলমনের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় হাজির। সৌজন্যে সিকন্দর। ভাইজানের থেকে ৩১ বছরের ছোট, রশ্মিকার ডেবিউ জুটির অন স্ক্রিন কেমেস্ট্রির টিজার-ট্রেলার বা গান দর্শকের মনে ঝড় তুলেছিল। কিন্তু, দর্শকের হল ফেরৎ সমীক্ষা রিপোর্ট আশানুরূপ নয়। চলতি বছরে আরও একটি হিন্দি ছবি Thama-এ কাজ করার কথা রশ্মিকার।
 
দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে রশ্মিকার সম্পর্কের গুঞ্জন রয়েছে। যদিও তাঁরা পরস্পরকে ভাল বন্ধু বলই সম্বোধন করেন। ইন্ডাস্ট্রির কানাঘুষো গীত গোবিন্দম ছবির শুটিংয়ের সময়ই একে অপরের কাছাকাছি আসেন তাঁরা। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ছিল রশ্মিকা-বিজয় জুটির প্রথম ছবি। এরপর আরও তিনটি ছবি 'ডিয়ার কমরেড', 'কিংডম', 'সেলফি শুরু মাদিদা লাভ স্টোরি'-র মতো রোম্যান্টিক ছবিতে চর্চিত প্রেমিকযুগলের জুটি দর্শকের পছন্দ হয়েছিল। 

আরও পড়ুন: ৩০-এর আগেই সাফল্যের মধ্যগগনে, একাধিক বাংলো-বিলাসবহুল গাড়ি, রশ্মিকার সম্পত্তির পরিমান জানেন?

Bollywood Vs South Film Industry bollywood movie Bollywood News bollywood actress amitabh bachchan Rashmika Mandanna