Ratul Shankar-Ishaa Saha: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেই বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শংকরের জন্য গর্বিত হয়েছে গোটা বাংলা। ২০২৫ সালে কারা পদ্মশ্রী পাচ্ছেন সেই তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই ছিল তিনটি নাম, যাঁরা বাঙালির আবেগ। তাঁদের মধ্যে অন্যতম মমতা শংকর। তাঁর এই প্রাপ্তি ঘিরে যখন পরিবারে উৎসবের আমেজ তখন অন্যদিকে রয়েছে আরও এক সুখবর। দীর্ঘ ২৫ বছর পর বড়পর্দায় ফিরছেন মমতা শংকরের পুত্র রাতুল শংকর।
/indian-express-bangla/media/post_attachments/bf7968c6-25d.jpg)
প্রয়াত কিংবদন্তী পরিচালক ঋতুপর্ণ ঘোষের 'উৎসব'-এ অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘদিন রূপোলি পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন রাতুল। গান বাজনা নিয়েই ব্যস্ত ছিলেন। পরিচালক সত্রাজিৎ সেনের হাত ধরে সেলুলয়েডে গ্র্যান্ড কামব্যাক হতে চলেছে রাতুল শংকরের। সৌজন্যে 'চেক ইন চেক আউট'। রাতুলের বিপরীতে নায়িকা কে?
/indian-express-bangla/media/post_attachments/25cd5541-50b.jpg)
সত্রাজিৎ-এর ছবিতে জুটি বাঁধছেন রাতুল শংকর ও ইশা সাহা। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক ও চান্দ্রেয়ী ঘোষ। কলকাতার একটি হোটেলকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবির গল্প। কলকাতা ও সেখানকার মানুষদের নিয়েই গল্প বুনেছেন পরিচালক।
/indian-express-bangla/media/post_attachments/394cd405-fe2.jpg)
কলকাতার হোটেলের ম্যানেজার, কর্মচারীদের সঙ্গে অতিথিদের সম্পর্কের দিকটিও তুলে ধরা হবে 'চেক ইন চেক আউট'-এ। হোটেলের জেনারেল ম্যানেজারের চরিত্রে অভিনয় করছেন ইশা। তাঁর অভিনীত চরিত্রের নাম নম্রতা। আর হোটেলের মালিক গিরীন্দমোহনের ভূমিকায় থাকছেন রাতুল শংকর। তিনি আবার নম্রতার মেন্টরও বটে। নম্রতার সঙ্গে তার মেন্টরের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা এই ছবির অন্যতম আকর্ষণ।
/indian-express-bangla/media/post_attachments/1a61f2e3-33a.jpg)
বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এই হোটেলে চাকরি নিয়ে কলকাতায় ফিরে আসে নম্রতা। হোটেলটি নিয়ে তার বিশেষ আগ্রহ নেই। এই হোটেলেই অতিথি হিসাবে আসেন চান্দ্রেয়ী, অনুরাধা ও আরিয়ান। বারবার কীসের টানে এই হোটেলেই তাঁরা ফিরে আসেন সই প্রেক্ষাপটেই এগবে সিনেমার গল্প। আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে রাতুল-ইশা জুটির আপকামিং ছবি চেক ইন চেক আউট। উল্লেখ্য, সত্রাজিৎ-এর প্রযোজনায় 'বাকিটা ব্যক্তিগত' জিতে নিয়েছে জাতীয় পুরস্কার।