/indian-express-bangla/media/media_files/2024/12/02/6QfgJjGJA9nHVeExw60t.jpg)
Raveena Tandon: মোহরা সিনেমার আইকনিক 'টিপ টিপ বরসা পানি' গানের সঙ্গে নাচের সিক্রেট ফাঁস করলেন রবিনা ট্যান্ডন
Raveena Tandon: শুটিংয়ের প্রয়োজনে মানুষকে কত কী করতে হয়, সঙ্গে কত আত্মত্যাগ করতে হয়, সেকথা তারকারাই জানেন। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হয় তারকাদের। আর রবিনা ট্যান্ডনের সঙ্গে বৃষ্টিভেজা গানের শুটিং করতে গিয়ে যা হয়েছিল...
অভিনেত্রীর টিপ টিপ বরসা পানি, ভারতীয় সিনেমায় এমন এক গান, যা দর্শকদের যেভাবে মাতাল করে তোলে, সেকথা ভাষায় প্রকাশ করা সম্ভব না। অক্ষয় কুমারের সঙ্গে এই গান, ঝড় তোলে প্রেমিক প্রেমিকাদের মনে। হলুদ রঙের শাড়ি, সঙ্গে বৃষ্টি, যেভাবে উষ্ণতা ছড়িয়েছিলেন তিনি, তা আজও মনে রেখেছেন বেশিরভাগ। কিন্তু, এই গানের সঙ্গে আরেকটি কাহিনী জড়িয়ে আছে, সেটা জানা ছিল?
অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই গান চলাকালীন তাঁর শারীরিক অবস্থা ঠিক ছিল না। না, বাস্তবে তাঁর কোনও সমস্যা না থাকলেও সেই সময় অভিনেত্রীর ঋতুস্রাব চলছিল। এমন একটি গান, যেখানে কৃত্রিম বৃষ্টি, তাঁর সঙ্গে উদ্যাম নাচ, রবিনা নিজেকে সামলেছিলেন কীভাবে? সেই কাঠখড় পোড়ানোর গল্প অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন। তাঁর কথায়....
কৃত্রিম বৃষ্টি যেহেতু, তাই জল তুলনামূলক ঠান্ডা ছিল। কিন্তু, অভিনেত্রীর সেইসময় ঋতুচক্র চলছে। ফলে, এই সময় ভিজে থাকা আর নাচ করা নেহাতই সহজ ঘটনা নয়। শুটিংয়ের কারণে সবকিছুই ভিজিয়ে ফেলতে হয়েছিল তাঁকে। কিন্তু, তাঁর যে কোনও অসুবিধা হবে না, একথা নিশ্চিত করেছিলেন নিজেকে। এমন একটি গান, যেখানে তাঁকে অন্তরঙ্গ মুহূর্তে নাচ করতে হয়েছিল এবং বারবার ঘনিষ্ঠ হতে হয়েছিল অক্ষয়ের সঙ্গে, সেই নাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন।
এটিকে অশ্লীল নাচ নয়, বরং এটিকে অন্যধরনের নাচ বলতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও, এই গানের পরবর্তীতে রিমেক করা হয়েছিল। যেখানে অক্ষয় থাকলেও রবিনার জায়গা নিয়েছিলেন ক্যাটরিনা। আর এই গান নিয়েই অসুবিধা ছিল তাঁর। তাই, ফারহা খানকে তিনি বারবার বলেছিলেন, এমন কিছু না করতে যাতে তাঁর গানের ইতিহাস খারাপ হয়ে যায়।