/indian-express-bangla/media/media_files/2025/07/04/ravi-2025-07-04-19-38-49.jpg)
কত সম্পত্তি আছে তাঁর জানেন?
Ravi Dubey As Lakshman: রামায়ণ নিয়ে চর্চা তুঙ্গে। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এই ছবি নিয়ে কাজ হচ্ছে। এবং অবশেষে গতকাল টিজার প্রকাশ্যে আসতেই, হৈচৈ পড়ে গিয়েছে। এরকম নিখুঁত VFX বহুদিন দেখা যায়নি। এবং, খেয়াল করলে দেখা যায় এই ছবিতে যে স্টার কাস্ট কাজ করেছেন, প্রত্যেকেই প্রায় সুপারস্টার। রামের চরিত্রে নীতিশ তিওয়ারির প্রথম পছন্দ ছিলেন রনবীর কাপুর। তাঁকে নিয়ে এগোচ্ছিলেন। কিন্তু, লক্ষণ সহজেই পছন্দ হচ্ছিল না পরিচালকের।
তারপর যখন রবির খোঁজ পেলেন, তখন থেকেই তাঁর মনে এক আলাদা প্রফুল্লতা। কেন? রবিকে লক্ষণ হিসেবে দারুণ পছন্দ হয়েছিল পরিচালকের। অনেক ওডিশন নেওয়ার পর, হিন্দি ছবির এই জনপ্রিয় মুখকে পরিচালক রনবীর কাপুরের পাশে বেছে নেন। রামায়ণ যেমন রাম ছাড়া সম্ভব না, তেমন শ্রী রাম কিন্তু তাঁর লক্ষণ ছাড়া অচল। তাই, এমন কাউকে পরিচালক বেছে নিতে চেয়েছিলেন, যিনি সুপুরুষ হওয়ার সঙ্গে সঙ্গে মুখে মলীন হাসিও থাকবে। রবিকে এভাবেই পেয়েছিলেন তিনি। বলেছিলেন, এত সুন্দর লক্ষণ তাঁর আগে আমি দেখিনি। দিন দুয়েক আগেই যখন তাঁরা প্রথম ভাগের শুটিং শেষ করেন, খোদ রনবীর কাপুর তাঁকে জড়িয়ে ধরেছিলেন।
কিন্তু কে এই রবি? হঠাৎ করে ছোটপর্দা থেকে বড়পর্দায় তাঁর আবির্ভাব। রবি, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ। তাঁর থেকেও বড় কথা, বর্তমানে তিনি ভারতীয় শো বানানোর অন্যতম প্রযোজক। নিজের একটি ইউটিউব চ্যানেলে একের পর এক ড্রামা সিরিজ বানাচ্ছেন তিনি। যেগুলি দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও, তিনি আসলে একজন অভিনেতা। জি টিভির সিরিয়াল জামাই রাজা তাঁর সবথেকে আকর্ষনীয় চরিত্র। এছাড়াও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ওয়েব সিরিজে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু, বড়পর্দায় অভিনেতা হিসেবে এটাই তাঁর সবথেকে বড় শুরু। এমনকি, তাঁর স্ত্রী শাগুন মেহতা, যিনি নিজেও তাঁর প্রযোজনা সংস্থার মালকিন, মজা করে বলেছিলেন...
সব তারিখ তিনি রামায়ণকে দিয়ে রেখেছেন। আমি সুযোগ পর্যন্ত পাচ্ছি না। এবং, এই কথা শুনেই স্ত্রীকে খানিকটা থামাতে গিয়েছিলেন তিনি। তবে, রবি অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী হিসেবেও খুব সফল। কয়েক বছরের ক্যারিয়ারে, নিজের বাংলো থেকে শুরু করে সবকিছুই করেছেন। কী কী আছে তাঁর?
প্রায় ১৫০কোটির সম্পত্তি আছে তাঁদের। একটি প্রযোজনা সংস্থা ছাড়াও নিজেদের মিউজিক লেবেল পর্যন্ত আছে। যেগুলি প্রায় হিট কন্টেন্ট বানিয়ে থাকে। শুধু যে ব্যবসা আছে এমন না। বরং, তাঁর পাঞ্জাব এবং মুম্বাইয়ে বেশ বড় দুটি বাংলো পর্যন্ত আছে। এমনকি, তাঁর গাড়ির সংখ্যাও কম নয়। তবে, এই বড় ছবি নিয়ে বেশ আশাবাদী তিনিও। গতকাল, টাইটেল কার্ডএ দেখা গিয়েছে তাঁর নাম। এবং রবির ভক্তরা আশা করছিলেন, হয়তো বা তাঁকেও দেখানো হবে এই ছবির ছোট্ট টিজারে। কিন্তু, তাঁর লুক এখনও গোপন রাখা হয়েছে। কিন্তু, তিনি যে লক্ষণ হিসেবে বেশ নজর কাড়বেন, সেকথা বলা সম্ভব।