Reem Shaikh Leg Injury: হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ রিম সমীর শেখ। মাত্র ৬ বছর বয়সে শিশু অভিনেত্রী হিসেবে অভিনয়ে হাতেখড়ি। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করেছেন রিম। একাধিক হিন্দি মেগা ও রিয়্যালিটি শোয়ের সুবাদে এখন দর্শকের দরবারে জনপ্রিয় অভিনেত্রী রিম শেখ। এই মুহূর্তে লাফটার শেফ আনলিমিটেড এন্টারটেইনমেন্ট ২-এ অংশ নিয়েছেন। সেখানেই ঘটল চরম বিপত্তি। ইনস্টা হ্যান্ডেলে সেই দুর্ঘটনার ছবি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। ব্যান্ডেজ বাঁধা পায়ের ছবি পোস্ট করে লিখেছেন, 'লাফটার শেফের শুটিংয়ের সময় ধটে যাওয়া সাধারণ একটি ঘটনা।' তবে রিম শেখ এর আগেও এই রকম দুর্ঘটনার শিকার হয়েছেন। সেটা ছিল সেলিব্রিটি কুকিং শো।
গত বছর অর্থাৎ ২০২৪-এ প্রথম সিজনে রান্না করতে গিয়ে মারাত্মক বিপদ ঘটিয়েছিলেন। মুখের অনেকটা অংশ পুড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সাহসীকতার সঙ্গে সেই ক্ষতর ছবি শেয়ার করেছিলেন। মুখের মানচিত্রটাই বদলে গিয়েছিল! রিমের শেয়ার করা ছবি দেখে রীতিমতো চমকে গিয়েছিল ভক্তরা। লাফটার শেফের সেটে ফের দুর্ঘটনার খবরে চিন্তিত অনুরাগীরা। রিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
/indian-express-bangla/media/post_attachments/fc3ff7ec-f16.jpg)
সেলিব্রিটি মাস্টার শেফের সেটে দুর্ঘটনার পর সানা খানের পডকাস্টে এসেছিলেন রিম শেখ। সেখানে সেই ভয়াবহ ঘটনার কথা শেয়ার করে বলেছিলেন, 'যখন ঘটনাটা ঘটেছিল আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। জিনিসটা ছিল গরম চিনি কিন্তু, যখন মুখে এসে ছিটেছিল তখন মনে হয়েছিল কাচের টুকরো এসে বিঁধল। সেই সময় অনেকে আমার মুখে জল ছিটিয়েছিল। কারণ চিনি মুখে আটকে থাকলে আরও কষ্ট হত। কিন্তু, পোড়া জায়গায় কখনও জল ছিটানো উচিত নয়।'
আরও পড়ুন ক্যানসার কেড়ে নিল প্রাণ, মাত্র ১৯-এ নিভল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জীবন প্রদীপ
ভয়াবহ সেই মুহূর্তের স্মৃতিচারণা করে বলেন, 'আমার বন্ধুরা পরিবারের মতো। জন্নত আমাকে ছেড়ে কখনও যায়নি। আমার সেই সময় অনেক কিছু মনে হয়েছিল। এটাই ভাবছিলাম, আমার সঙ্গে কেন এমন হল! তবে সেই সময় প্রত্যেকে আমার সঙ্গে ছিল।' প্রসঙ্গত, 'নীর ভরে তেরে নয়না দেবী'-র হাত ধরে ছ'বছর বয়সে কেরিয়ারের জার্নি শুরু করেন। ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়, দিয়া অউর বাতি হাম-এর মতো ধারাবাহিকে কাজ করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। ২০২০-তে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন রিম শেখ। ছোট পর্দা থেকে বড় পর্দায় রিমের অভিনয় মুগ্ধ করে দর্শককে।