সম্পত্তি ভাঙার মামলায় বড় জয় পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুক্রবার বম্বে হাইকোর্ট সাফ জানিয়ে দিল, বৃহন্মুম্বই পুরনিগম বেআইনিভাবে বান্দ্রার পালি হিলে অবস্থিত কঙ্গনার অফিস ভেঙেছে। বিচারপতি এস জে কাঠাওয়ালা এবং আর আই চাগলার ডিভিশন বেঞ্চ এদিন ওই বাংলো পুনর্নিমাণের অনুমতি দিয়েছে। কিন্তু ভাঙা অংশের পুনর্নিমাণ করতে ঠিকঠাক প্ল্যানিং করে তার জন্য অনুমতি নিতে হবে বিএমসির কাছ থেকে। তার মানে অনুমোদিত প্ল্যানের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না কঙ্গনা।
এদিন বম্বে হাইকোর্ট জানিয়েছে, বাংলো ভাঙার জন্য বিএমসির কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারবেন অভিনেত্রী। আদালত ক্ষতির মূল্যায়ণের জন্য একজনকে নিয়োগ করেছে, যিনি ভাঙা অংশের আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে যথাযত ক্ষতিপূরণের নির্দেশিকা দেবেন। এছাড়াও আদালত কঙ্গনাকে সতর্ক করে জানিয়েছে, মামলাকারীর ফিল্ম ইন্ডাস্ট্রি এবং রাজ্যের পরিবেশ নিয়ে অভিযোগকে গ্রহণ করা হবে না। জনসমক্ষে সম্মান বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কঙ্গনাকে। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।
আরও পড়ুন হাইকোর্টের ভূমিকায় অসন্তুষ্ট, অর্ণব গোস্বামীর জামিনের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য়, বান্দ্রার পালি হিলসে কঙ্গনার অফিস ভাঙা ঘিরে নায়িকা বনাম উদ্ধব ঠাকরে সরকারের সংঘাত চরম পর্যায়ে মোড় নেয়। কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু করার দিনই হাইকোর্টের দ্বারস্থ হন বলিউডের ‘ক্য়ুইন’। এরপরই অফিস ভাঙার কাজ বন্ধ করতে বিএমসি-কে নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। এদিন মামলার রায়দানের সময় সেই অফিস ভাঙার নোটিসকে খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট।
প্রসঙ্গত, বান্দ্রার পালি হিলস এলাকায় কঙ্গনার অফিস ‘বেআইনি নির্মাণ’, এই অভিযোগে নোটিস দেয় বিএমসি। বৃহন্মুম্বই পুরসভার এই নোটিসকে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী। সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর পর থেকেই একাধিক ইস্য়ুতে সোচ্চার কঙ্গনা। মুম্বই পুলিশকে নিয়ে মন্তব্য় ও মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে শিবসেনার চক্ষুশূল হন কঙ্গনা। নায়িকার মন্তব্য় ঘিরে পাল্টা সোচ্চার হয় উদ্ধব ঠাকরে সরকার। এরপরই কঙ্গনার অফিস ভাঙার কাজে তৎপর হয়ে ওঠে বিএমসি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন