সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। গত ৪৮ ঘণ্টায় প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার কোনওরকম হেরফের হয়নি। এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরেই তাঁর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বুধবারও সৌমিত্রবাবু সেই একইরকম রয়েছেন বলে জানিয়েছেন প্রবীণ অভিনেতার জন্য গঠিত মেডিক্যাল টিমের প্রধান ডাঃ অরিন্দম কর।
সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, "রক্তক্ষরণ বন্ধ হয়েছে । নতুন করে আর রক্তক্ষরণ হচ্ছে না। প্রস্রাবও কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা যেমন বেড়েছে, তেমনই রেনাল ফাংশনেও একটু সমস্যা রয়েছে। কিডনির পরিস্থিতির কারণেই ডায়ালিসিসের কথা ভাবছে মেডিক্যাল বোর্ড। হৃদযন্ত্রও ভাল কাজ করছে। নতুন করে অক্সিজেনের মাত্রা বাড়ানো হয়নি।" তবে খুব শিগগিরিই ডায়ালিসিস শুরু করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।
উল্লেখ্য, আপাতত তাঁকে স্থিতিশীল বলা গেলেও এখনও তিনি একই রকম গভীর সংকটে রয়েছেন। যদিও সূত্রের খবর, বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন ওষুধ, কিডনির কেয়ার, ব্লাড ট্রান্সফিউশন ইত্যাদি নানা ব্যবস্থা গ্রহণ করেও করেও শেষ ২৪ ঘন্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার কোনও উন্নতি হয়নি!
করোনামুক্ত হলেও বার্ধক্য ও শরীরের কো-মর্বিডিটির কারণে শারীরিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে বলে দাবি চিকিৎসকদের। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের অভিনেতা। করোনাকে হারিয়ে মধ্যবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও গত কয়েকদিনে আবারও সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়।