/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/lead-61.jpg)
পাপনের ছবি তাঁর ফেসবুক পেজ থেকে।
পাপনের কণ্ঠস্বরের প্রতি মুগ্ধতা যেমন রয়েছে শ্রোতাদের, তেমনই তাঁর কম্পোজ করা গানগুলিও ভীষণ ভাবে ছুঁয়ে যায় মনকে। অতিমারীর এই সময়ে, সামাজিক দূরত্ব ও লকডাউনের লক্ষ্মণরেখার মধ্যে থেকেই শিল্পী উপহার দিলেন একটি নতুন গান। শিল্পীর মাতৃভাষা অসমিয়াতে লেখা এই গানটি সম্প্রতি এসেছে ইউটিউবে, ইংরেজি সাবটাইটেল-সহ। বাংলায় এই গানের শীর্ষকটি হল-- 'পার হব এই সময়'।
অসমের গায়ক-কম্পোজার অঙ্গরাগ মহান্তকে সারা দেশের মানুষ পাপন নামেই চেনেন। 'জিয়ে কিঁউ', 'মোহ মোহ কে ধাগে'-- যেমন বলিউড শ্রোতাদের মুগ্ধ করেছে, তেমনই বাংলার দর্শক-শ্রোতাদের কাছেও অত্যন্ত আপন, তাঁর গাওয়া আজ খুব মেঘ করুক। গায়ক হিসেবে তিনি যতটা জনপ্রিয়, কম্পোজার হিসেবে তিনি ততটাই ঋদ্ধ।
আরও পড়ুন: বাংলার রণজয়ের ‘জয় হো’ কভার! প্রশংসায় স্বয়ং রহমান
নতুন গান 'পার হব এই সময়'-এর মধ্যে শ্রোতারা একটা শান্ত অথচ একরোখা একটা ইতিবাচক মেজাজ খুঁজে পাবেন। 'আর্থ ডে'-তে তাঁর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছ এই গান যা শুনে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে--
এই গানের প্রসঙ্গে পাপন সম্প্রতি সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, ''এই গানের মাধ্যমে আমি বলতে চেয়েছি, কোনওকিছুই স্থায়ী নয়, সময় বদলাবে। ভাল, মন্দ, সব কিছুরই শেষ আছে। আমরা যা যা ভেবেছি আমাদের জীবন নিয়ে, যা যা চেয়েছি জীবনের থেকে, তার সবটাই আসবে আমাদের কাছে। শুধু একটু ধৈর্য রাখতে হবে। কারণ সময় কখনও দাঁড়িয়ে থাকে না। সময় গতিশীল। এখন হয়তো খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু এই সময় নিজেকে হারিয়ে ফেললে চলবে না। টানেলের শেষ প্রান্তে আশার আলো অপেক্ষা করে থাকবেই। যা আমাদের হাতে নেই, তা নিয়ে ভেবে খুব একটা লাভ নেই।''