Bohurupi Film Review: বড় পর্দায় ‘বহুরূপী’ যেন হার মানাবে হলিউডের কোন থ্রিলার মুভিকেও। ব্যোমকেশ ও ফেলুদাকে অচিরেই টপকে জালে বল দিয়ে 'গোল' করে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ । বহুদিন পর কোন বাংলা সিনেমা হলে দর্শককে বসে থাকতে বাধ্য করল। প্রতি মুহূর্তে চরম উত্তেজনা, টানটান রহস্য। এবার পুজোয় বাঙালি চেটেপুটে উপভোগ করল এযাবৎকালের অন্যতম জনপ্রিয় এক বাংলা সিনেমা।
পুলিশের ভুমিকায় আবির চ্যাটার্জী ওরফে সুমন্ত ঘোষাল প্রথম থেকে কর্তব্যপরায়ণ, নির্ভেজাল এক পুলিশ অফিসার। কিন্তু ডিপার্টমেন্টের সহকর্মীদের লোভ-লালসার শিকার হয়ে সেই পুলিশ অফিসারই যেন সিনেমার শেষে হয়ে উঠলেন এক 'খলনায়ক'। আর এই সিনেমায় 'ব্যাঙ্ক ডাকাত'ই হয়ে উঠল আসল হিরো। শিবপ্রসাদ ওরফে বিক্রমের ভালবেসে ব্যাঙ্ক ডাকাতি মুহূর্তে দর্শকদের মনে দাগ কাটতে বাধ্য।
আবির-ঋতাভরীর অন স্ক্রিন কেমিস্ট্রির থেকেও গ্রামীণ সাদা মাটা এক ব্যাঙ্ক ডাকাত ও ছ্যাঁচড়াপুরের এক পকেটমারের প্রেম কাহিনী ও তাদের পরিণতি দর্শক মনে অনেক বেশি দাগ কাটবে। সেই সঙ্গে বাংলা তথা বাঙালির এক হারিয়ে যাওয়া বহুরূপীদের যন্ত্রণা ও তাদের শিল্পকর্মকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।
কাহিনী নির্মাণ করা হয়েছে ১৯৯৮ থেকে ২০০৩ সালের সময়কার দক্ষিণ ২৪ পরগনার রায়পুরে ঘটে যাওয়া ব্যাঙ্ক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে। চোর-পুলিশের মধ্যে যে 'লুকোচুরির খেলা' তাকে সুন্দর ভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলার পাশাপাশি সমাজের অতিবাস্তব কিছু ঘটনাও যেন এই সিনেমায় প্রাণবন্ত ভাবে ফুটে উঠেছে।
ক্ষমতা নাকি স্বত্বা? ধর্ম না সিস্টেম? 'টেক্কা' আঙুল তুলল সমাজের দিকে...
অনস্ক্রিনে আবির-ঋতাভরীর অভিনয়ের থেকেও শিবপ্রসাদ কৌশানি জুটির অভিনয় দর্শকদের আকৃষ্ট করতে বাধ্য। একেবারে সাদা-মাটা ঘরের ছেলে হলে কীভাবে মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে হয়ে উঠল এক দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাত সেই কাহিনী দর্শকদের সিনেমার সিট আঁকড়ে বসে থাকতে বাধ্য করবে।
অন্যদিক থেকে সিনেমার গান, সংলাপ, সব কিছুই দর্শক মনে দাগ কাটবে। 'শিমূল-পলাশ', 'তুই আমার হয়ে যা' গানগুলি যেন চিরন্তন প্রেমের গভীরতা অন্বেষণ করে। সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী যেন নিজের সবটুকুকে উজাড় করে দিয়েছেন এই ছবিতে। এক কথায় বাঙালি বহুদিন পর এক নির্ভেজাল বাংলা ছবি এবারের পুজোয় উপহার পেল নন্দিতা-শিবপ্রসাদ-উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে।
-ছবির নাম : ‘বহুরূপী’ / Bohurupi
-পরিচালক : নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়
-অভিনয়ে : শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রেশমি সেন, সুজন নীল মুখার্জি
-রেটিং : ৪.৫/৫