Advertisment

রাত-বিরেতে সলমন-ঘনিষ্ঠের বাড়িতে..! 'সুশান্তকে ভুলে নতুন বলির পাঁঠা?' ভয়ঙ্কর অপমান রিয়াকে

মাঝরাতে সলমন-ঘনিষ্ঠের বাড়ি থেকে বেরতেই রিয়া চক্রবর্তীকে নিয়ে নিন্দার ঝড়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rhea Chakraborty, Bunty Sajdeh, Rhea Chakraborty Bunty Sajdeh, Bollywood news, Bollywood gossip, Salman Khan, Sushant Singh Rajput, রিয়া চক্রবর্তী, বান্টি সাজদেহ, রিয়া বান্টি, সলমন খান, সুশান্ত সিং রাজপুত, বলিউডের খবর

মাঝরাতে কার বাড়ি থেকে বেরলেন রিয়া চক্রবর্তী?

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই খবরের শিরোনামে রিয়া চক্রবর্তী। প্রাক্তন প্রেমিকার হাঁড়ির খবর রাখতে সর্বদাই তৎপর পাপ্পারাজিরা। নায়িকাকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেও কম কানাঘুষো হয়নি। এবার ফের একবার নিন্দা-সমালোচনার মুখে রিয়া। মাঝরাতে সলমন খান-ঘনিষ্ঠের বাড়ি থেকে তাঁকে বেরতে দেখেই মারাত্মক অপমান।

Advertisment

সুশান্ত চলে যাওয়ার প্রায় আড়াই বছর হতে চলল। তারপর মাদককাণ্ডের জেরে তিন মাস জেলে ছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। অভিনেতার পরিবারের দাবি, এই নায়িকাই নাকি সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা যুগিয়েছিলেন। সেই মামলার জেরে ছিন্নভিন্ন হয়ে যায় রিয়ার পরিবার। হাজতবাসের ধাক্কা সামলে যখন স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে এসেছেন রিয়া, তখনও তাঁকে নিয়ে নিন্দা-কেচ্ছার অন্ত নেই। এবার তাই..!

সলমন খানের ভাই সোহেল খানের শ্যালক বান্টি সাজদেহর সঙ্গে ইদানিং বেশ ওঠাবসা করছেন রিয়া। বিটাউনের অন্দরে কান পাতলে অন্তত এমন খবরই শোনা যায়। বলিউডের অন্দরেও বান্টি বেশ প্রভাবশালী। এবার তার বাড়ি থেকেই মাঝরাতে বেরতে দেখা গেল রিয়া চক্রবর্তীকে। শুধু তাই নয়, সেই রাতে একই গাড়িতে উঠলেন বান্টি-রিয়া। আর সেই মুহূর্ত পাপ্পারাজিদের ক্যামেরাবন্দি হয়। ভাইরাল হতেও সময় নেয়নি। যার জেরে নিন্দার ঝড় উঠেছে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকাকে নিয়ে।

<আরও পড়ুন: ‘পার্সোনালিটি-হীন হিরো! দূর হ..’, ঘাড় ধাক্কা দিয়ে শাহরুখকে বের করে দেন নিরাপত্তারক্ষী>

প্রসঙ্গত, সোহেলের সঙ্গে যদিও সীমা সাজদেহর বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে বান্টি-রিয়ার মাখামাখি কারওরই নজর এড়ায়নি! ভিডিও দেখে কেউ বলছেন, 'সুশান্তকে ভুলে এবার কি নতুন বলির পাঁঠা পেলে?' আবার কারও মন্তব্য, 'এই মেয়ে ভীষণ নির্লজ্জ!' বান্টি মূলত বলিউডের বিভিন্ন ইভেন্ট ম্যানেজের কাজ করেন। আগে একবার এই ব্যক্তির সঙ্গেই সোনাক্ষি সিনহার নাম জড়িয়েছিল। এবার রিয়া চক্রবর্তী।

Sushant Singh Rajput Rhea Chakraborty bollywood Bollywood News Entertainment News
Advertisment