Advertisment

'পার্সোনালিটি-হীন হিরো! দূর হ..', ঘাড় ধাক্কা দিয়ে শাহরুখকে বের করে দেন নিরাপত্তারক্ষী

সিনেমার মহরতে অপমানিত খোদ কিং খান। কী কাণ্ড!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan, Shah Rukh Khan films, Shah Rukh Khan Film career, SRK, SRK Fan world, Bollywood news, Shah Rukh Khan news, Pathaan, Pathaan box office, শাহরুখ খান, শাহরুখ খানের খবর, পাঠান, পাঠান বক্সঅফিস, কিং খান, বলিউডের খবর

শাহরুখ খান

শুধু ভারত কেন গোটা বিশ্বে শাহরুখ খানের অনুরাগীর সংখ্যা অগণিত। এমনকী, ভারতীয় কোনও স্টার দেখলেই অনেকে শাহরুখ খানের সঙ্গে গুলিয়ে ফেলেন। বহির্বিশ্বের কাছে বলিউড মানেই শাহরুখ খানের মশালা ফিল্ম। কাশ্মীর টু কন্যাকুমারি.. জ্যৈষ্ঠ প্রজন্ম তো বটেই নবীনদের বুকেও ঝড় তুলতে বলিউড কিং একাই পারদর্শী। সাম্প্রতিক 'পাঠান'-ই তার জ্বলন্ত উদাহরণ। আর সেই শাহরুখকেই কিনা সিনেমার মহরতে গিয়ে অপমানিত হতে হয়!

Advertisment

এমনকী ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার উপক্রম। সুভাষ ঘাইয়ের পরিচালনায় 'শিখর' ফিল্মের মহরৎ ছিল। সেই ছবির মহরতেই ঘটে সাংঘাতিক এক ঘটনা। যে সিনেমা কিনা শেষপর্যন্ত আর দর্শকদের জন্য রিলিজ করানো যায়নি। স্টারকাস্টে ছিলেন জ্যাকি শ্রফ ও শাহরুখ খান।

<আরও পড়ুন: ‘বিশ্বাসঘাতক গৌরী খান’! টাকা ‘নয়-ছয়’, জামিন অযোগ্য FIR দায়ের শাহরুখ-পত্নীর বিরুদ্ধে>

মহরতের জন্য দিল্লিতে ছুটে গিয়েছিলেন শাহরুখ খান। তবে অনুষ্ঠানে ঢোকার আগেই এক নিরাপত্তরক্ষী তাঁকে গেটে আটকান। শাহরুখ বলেন, "আমার সিনেমার মহরতে কিনা আমাকেই ঢুকতে বাঁধা! যদিও বলতে খুবই অদ্ভূত লাগছে। তো আমি ওই দারোয়ানকে বললাম- দেখুন, আমি শাহরুখ খান, এই সিনেমা মূল হিরো। অভিনেতার কথাই পাত্তা না দিয়ে বরং আরও বেশি তর্জন-গর্জন করে বসেন ওই নিরাপত্তারক্ষী। বলেন- তোর মতো এরকম অনেক হিরে-মোতি তো দেখলাম। যা এখান থেকে..।"

আসলে শাহরুখের বেশভূষার জন্যই সেদিন এই গ্যাঁড়াকল! এমন সাদামাটা পোশাকে মহরতে পৌঁছন যে তাঁকে দেখে বিশ্বাসই করতে পারেননি ওই ব্যক্তি যে ইনি সিনেমার হিরো হতে পারেন। তারপর শেষমেশ কি ঢুকতে পারলেন কিং খান?

<আরও পড়ুন: ‘কুন্তলের টাকায় সিনেমা? তদন্ত করুক ED, CBI’, দুর্নীতি নিয়ে বিস্ফোরক টলিউড প্রযোজক>

বলিউড সুপারস্টার জানান, "আমি তো ওই নিরাপত্তারক্ষীকে কিছুতেই বলে বোঝাতে পারছি না যে, আরে আমিই সিনেমার হিরো। সবাই আমার জন্য অপেক্ষা করছে ভিতরে। আমাকে স্টেজে যেতে হবে। দেখলাম, ইলা অরুণও ভিতরে চলে গেলেন। শেষে টিমের এক কলাকুশলী এসে ওই নিরাপত্তারক্ষীকে বলেন যে, আমি সিনেমার হিরো। পাল্টা তিনি আমাকে অপমান করে বলে বসেন যে, এ আবার কীরকম হিরো, কোনও পার্সোনালিটি নেই।" প্রসঙ্গত, শিখর'-এ বাজেটের সমস্যা হওয়ায় ওই ছবির কাজ আর এগোয়নি। এআর রহমান গানও রেকর্ড করে ফেলেছিলেন। পরে শাহরুখ খানকে নিয়ে 'পরদেশ' ছবিটি বানান সুভাষ ঘাই।

PATHAAN BOX OFFICE RECORD Pathaan SRK Birthday bollywood Entertainment News
Advertisment