Advertisment
Presenting Partner
Desktop GIF

আপাতত জেলেই বন্দি রিয়া, ফের বাড়ল হেফাজতের মেয়াদ

আগামী ২০ অক্টোবর পর্যন্ত রিয়ার হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এনডিপিএস আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
rhea chakraborty, রিয়া চক্রবর্তী

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মাদক মামলায় বলিউড অভিনেত্রী তথা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর জেল হেফাজতের মেয়াদ ফের বাড়ল। আগামী ২০ অক্টোবর পর্যন্ত রিয়ার হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এনডিপিএস আদালত। রিয়ার পাশাপাশি এ মামলায় তাঁর ভাই শৌভিকের জেল হেফাজতের মেয়াদও বেড়েছে ২০ অক্টোবর পর্যন্ত।

Advertisment

মাদক মামলায় জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রিয়া-শৌভিকরা। গত ১১ সেপ্টেম্বর তাঁদের জামিনের আর্জি খারিজ করে দেয় বিশেষ আদালত।

আরও পড়ুন: কুকুরের মতো যে রাজনীতিক, সংবাদ চ্য়ানেলগুলো ঘেউ ঘেউ করছিলেন, তাঁরা ক্ষমা চান: শিব সেনা

উল্লেখ্য়, সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর ঘটনার তদন্তে নেমে মাদক যোগের প্রমাণ পান তদন্তকারীরা। আর এরপরই মাদক যোগের অভিযোগের তদন্তে নামে এনসিবি। সেই সূত্র ধরেই এ মামলায় রিয়াক ভাই শৌভিক, সুশান্তের প্রাক্তন হাউসকিপার স্য়ামুয়েল মিরান্ডা ও প্রাক্তন রাঁধুনি দীপেশ সাওয়ান্তকে গ্রেফতার করেছে এনসিবি। এরপরই মাদক কারবারের অভিযোগে রিয়াকা লাগাতার জিজ্ঞাসাবাদ চালায় এনসিবি। শৌভিক, স্য়ামুয়েল, দীপেশের সামনে মুখোমুখি বসিয়ে রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর ফোনে একটি হোয়াটসঅ্য়াপ চ্য়াট নিয়ে রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে এনসিবি সূত্রে খবর। এরপরই গ্রেফতার করা হয় রিয়াকে।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্য়ুর ঘটনায় প্রথম থেকেই রিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে অভিনেতার পরিবার। সুশান্তকে আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার যেমন অভিযোগ উঠেছে রিয়ার বিরুদ্ধে, তেমনই তাঁর ছেলেকে রিয়া খুন করেছেন বলে অভিযোগ জানিয়েছেন সুশান্তের বাবা কে কে সিং।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment