বিয়ের খবরে সিলমোহর, এলাহি আয়োজন! তারিখও জানালেন 'কনে' রিচা

কোথায় বসছে বিবাহ আসর?

কোথায় বসছে বিবাহ আসর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

রিচা-আলি ফজল

অক্টোবরেই বিয়ে রিচা-আলির। এতদিন সব গুঞ্জন থাকলেও এবারে সবুজ সংকেত দিয়েছেন খোদ বিয়ের কনে। সকাল হতেই বিয়ের খবরে সিলমোহর দিলেন রিচা। কবে চার হাত এক হচ্ছে দুজনের?

Advertisment

এতদিন ধরে জল্পনা-কল্পনা, বিয়ে নিয়ে মুখই খুলছিলেন না কেউ। তবে এবার জীবনের নতুন শুরু নিয়ে জানান দিলেন রিচা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, নিউ লাইফ লোডিং। অক্টোবরের জন্য অপেক্ষা করতে পারছি না। আগামী অক্টোবরের ৪ তারিখ, আলি-রিচার বিয়ে। দিল্লিতে বসবে বিয়ের আসর। ১১০ বছরের পুরনো জিমখানা ক্লাবে চারহাত এক হতে চলেছে দুজনের।

আরও পড়ুন < ‘বক্স অফিসে আগুন লাগিয়েছি, সহ্য না হওয়ার-ই কথা!’, বিতর্কে আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ >

Advertisment

যদিও এই বিয়ে হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু সেই বিয়ে পিছিয়ে গেল, ২০২২ সালে। করোনা মহামারীর কারণে, বিয়ে পেছাতে বাধ্য হয়েছিলেন দুজনে। তবে সাক্ষাৎকারে রিচা জানিয়েছিলেন, এইবছর বিয়ে হয়েই যাবে। রাজরানীর বেশে সাজবেন রিচা।

দুজনেই ব্যাস্ত নিজের কাজে। কিন্তু একবার যখন সুযোগ পেয়েছেন, আর দেরি করে লাভ নেই। পরিবার, বন্ধু-বান্ধব এবং কাছের মানুষকে সঙ্গে নিয়েই বিয়ে করবেন দুজনে। মুম্বাইতে হবে গ্র্যান্ড রিসেপশন, যদিও তাতে কারা আমন্ত্রিত সেই নিয়ে যথেষ্ট আগ্রহী সকলে।