Advertisment

'পড়ে থাক গণতন্ত্রের লাশ, রাজনৈতিক শিবিরে..', ভোট আবহে 'আগুন' বাংলা! ধিক্কার ঋদ্ধি সেনের

ভয়ঙ্কর আবহে কী বলছেন ঋদ্ধি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
riddhi sen, panchayat election 2023, panchayat violence 2023, ঋদ্ধি সেন, বলিউড, টলিউড, টেলিভিশন অভিনেতা, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

ঋদ্ধি সেন...

ভোট আবহে ভয়ঙ্কর হয়ে উঠেছে বাংলা। সকাল থেকে কান্নার রোল, মৃত্যু, ভোটিং বুথে অরাজকতা থেকে শুরু করে মানুষের হাহাকার..গণতন্ত্রের এই বিশেষ উৎসবে মানুষই যেন গৌণ, আর বাকি সব মুখ্য হয়ে উঠেছে। এবার, এই বিষয়কেই কেন্দ্র করে আওয়াজ তুললেন ঋদ্ধি সেন।

Advertisment

সামাজিক প্রেক্ষাপটে সবসময়ই সরব ঋদ্ধি। শুধু তাই নয়, নিজের মন্তব্য রাখতেও পিছপা হননা তিনি। সকাল থেকেই উত্তপ্ত বাংলা। গ্রাম বাংলার নানা এলাকায় যে ভয়ঙ্কর পরিস্থিতি, নজর এড়ায়নি তারও। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। চারিপাশে যেন দম বন্ধকরা পরিস্থিতি। রাজনৈতিক দলের এক বিরাট জয় হিসেবেই এই দিনকে নির্দেশ করেছেন অভিনেতা। তিনি, লিখছেন...

আরও পড়ুন < ‘রাজনীতিবিদরা বেশিরভাগ অশিক্ষিত!’ দেশের উন্নয়নে বাঁধা…বিস্ফোরক কাজল >

"পড়ে থাক গণতন্ত্রের লাশ, পচুক , গন্ধ বেরোক , সেই গন্ধ নাকে নিয়ে মাংস ভাত খাক রাজনৈতিক শিবিরগুলো, দুপুরবেলা আমরাও খাই পেট ভরে l গন্ধটা আরও তীব্র হওয়ার আগে চলুন খেয়েনি, আসুন, যোগ দিন মাংস ভাত খাওয়ায়, আমাদের ভাগাড়ের মাংস"। ক্ষমতা প্রদর্শন থেকে গণতন্ত্র নিয়ে ছেলেখেলা, আজ বাংলা সাক্ষী থাকল ফের এক সাংঘাতিক পরিস্থিতির। উৎসব গণতন্ত্রের হলেও, মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলাকে একবারেই ভাল চোখে দেখেননি তিনি।

কিন্তু, ঋদ্ধি সেনকে এহেন মন্তব্য করতে দেখে রেগে আগুন একদল। কেউ কেউ তাঁর বাবা কৌশিক সেনকে তুলেও নানা কথা বললেন। এসময় বুদ্ধিজীবীরা কিছু বলছে না কেন সেই নিয়েও আওয়াজ তুললেন। আবার কেউ বললেন, আপনারাই তো বলেছিলেন কোনটা সঠিক কোনটা ভুল তবে আজ এত কথা কেন? আবার কেউ বলবেন, এরপরেই আপনার বাবার মত বুদ্ধিজীবীরা বলবে সংখ্যাটা... কতটা হলে রাস্তায় নামবেন আপনারা?

panchayat election 2023 riddhi sen tollywood Entertainment News
Advertisment