দিন কয়েক আগেই SSC চাকরিপ্রার্থীদের ধরণায় শামিল হয়েছিলেন ঋদ্ধি সেন। আন্দোলনরত প্রার্থীদের পাশে কালো পোশাকে সপরিবারে দেখা গিয়েছিল কৌশিক সেন-ঋদ্ধিদের। এবার রাজ্যের TET-কাণ্ডে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন ঋদ্ধি সেন। অভিনেতার মন্তব্য, 'ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়! এর মাশুল গুনতে হবে..।'
Advertisment
প্রসঙ্গত, রাজ্যের টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা ৮৪ ঘণ্টা ধরে সল্টলেক করুণাময়ীতে অনশন রেখে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল তাঁদের আন্দোলন। তবে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি তৎপরতায় একপ্রকার টেনে-হিঁচড়ে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের তুলে দেয় পুলিশ। সেই প্রেক্ষিতেই সরব হয়েছেন বাংলার বিদ্বজ্জনেরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই খোলা চিঠি পাঠান অপর্ণা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক সেনরা। সেই প্রেক্ষিতেই এবার টেট-কাণ্ডে প্রশাসনের ভূমিকায় আওয়াজ তুললেন ঋদ্ধি সেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়ে অভিনেতাকে অবশ্য কটাক্ষও শুনতে হল। তবে এই অবশ্য প্রথম নয়, এর আগেও বাংলার রাজনৈতিক-সামাজিক ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার শিকার হতে হয়েছিল ঋদ্ধিকে। সেসবে থেমে থাকেননি অভিনেতা। এবার টেট-কাণ্ডেও প্রতিবাদী আওয়াজ তুললেন ঋদ্ধি সেনরা।
তাঁর মন্তব্য, "ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে। এক শান্তিপূর্ণ, যোগ্য আন্দোলনের গায়ে এমন বীভৎস আঘাত করার জন্য। এই জঘন্য কাজের মাশুল গুনতে হবে রাষ্ট্রকে।"