Advertisment

'ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়! মাশুল গুনতে হবে..', মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি ঋদ্ধির

TET-বিক্ষোভকারীদের পাশে ঋদ্ধি সেন।

author-image
Sandipta Bhanja
New Update
Bengal primary TET, Riddhi Sen, Mamata Banerjee, Bengal TET, tet agitation saltlake, tet agitation saltlake sfi dyfi, ঋদ্ধি সেন, মমতা বন্দ্যোপাধ্যায়, টেট কাণ্ড, বাংলা প্রাইমারি, শিক্ষক বিক্ষোভ, টলিউডের খবর, Indian express Entertainment News, Bengali news today

টেট-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা ঋদ্ধি সেনের

দিন কয়েক আগেই SSC চাকরিপ্রার্থীদের ধরণায় শামিল হয়েছিলেন ঋদ্ধি সেন। আন্দোলনরত প্রার্থীদের পাশে কালো পোশাকে সপরিবারে দেখা গিয়েছিল কৌশিক সেন-ঋদ্ধিদের। এবার রাজ্যের TET-কাণ্ডে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন ঋদ্ধি সেন। অভিনেতার মন্তব্য, 'ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়! এর মাশুল গুনতে হবে..।'

Advertisment

প্রসঙ্গত, রাজ্যের টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা ৮৪ ঘণ্টা ধরে সল্টলেক করুণাময়ীতে অনশন রেখে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল তাঁদের আন্দোলন। তবে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি তৎপরতায় একপ্রকার টেনে-হিঁচড়ে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের তুলে দেয় পুলিশ। সেই প্রেক্ষিতেই সরব হয়েছেন বাংলার বিদ্বজ্জনেরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই খোলা চিঠি পাঠান অপর্ণা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক সেনরা। সেই প্রেক্ষিতেই এবার টেট-কাণ্ডে প্রশাসনের ভূমিকায় আওয়াজ তুললেন ঋদ্ধি সেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়ে অভিনেতাকে অবশ্য কটাক্ষও শুনতে হল। তবে এই অবশ্য প্রথম নয়, এর আগেও বাংলার রাজনৈতিক-সামাজিক ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার শিকার হতে হয়েছিল ঋদ্ধিকে। সেসবে থেমে থাকেননি অভিনেতা। এবার টেট-কাণ্ডেও প্রতিবাদী আওয়াজ তুললেন ঋদ্ধি সেনরা।

<আরও পড়ুন: স্কুটিতে চেপে রাতে হই-হুল্লোড় অঙ্কুশ-ঐন্দ্রিলার! বর্ধমানে কেলেঙ্কারি কাণ্ড, দেখুন>

তাঁর মন্তব্য, "ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে। এক শান্তিপূর্ণ, যোগ্য আন্দোলনের গায়ে এমন বীভৎস আঘাত করার জন্য। এই জঘন্য কাজের মাশুল গুনতে হবে রাষ্ট্রকে।"

riddhi sen West Bengal News West Bengal Primary TET tmc Mamata Banerjee Entertainment News
Advertisment