বাঁশির সুরে মন কেমনের কথা! ঋদ্ধি (Riddhi Sen) যেন কানু আর রাধার বেশে শুভশ্রী (Subhashree Ganguly)। এক অসমবয়সি প্রেমকথা। যা আবেগ-অদৃষ্টের খেলাকে জড়িয়ে রয়েছে। সেই ভিন্নস্বাদের প্রেমের গল্প ‘বিসমিল্লা’কে পর্দায় তুলে ধরতে চলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুক্রবার রথযাত্রায় মুক্তি পেল ছবির টিজার।
ছকভাঙা জুটি। ২০১৯ সালেই সিনেমার ঘোষণা। মাঝে অতিমারী। বছর দুয়েক বাদে সমস্ত বাধা কাটিয়ে শেষমেশ প্রকাশ্যে এল ‘বিসমিল্লা’র ঝলক। আর পয়লা ঝলকে শুভশ্রীকে ভিন্ন অভতারে দেখেই মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। তবে পয়লা ঝলকে ত্রিকোণ প্রেমের ইঙ্গিত মিলল।
[আরও পড়ুন: মন্দিরে ঈশ্বরকে সাক্ষী রেখে বিয়ে করবেন অর্ণব-ঈপ্সিতা]
‘বিসমিল্লা’র কাস্টিংও ডাকসাইটে। ঋদ্ধি-শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রা। ক্যামেরায় ম্যাজিকাল মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন শুভঙ্কর ভর। চিত্রনাট্য সাজিয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত।
ঋদ্ধির বিপরীতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কাস্ট করার নেপথ্যে বিশেষ কারণ রয়েছে পরিচালক ইন্দ্রদীপের। কারণ, তিনি এই চরিত্রের জন্য চেয়েছিলেন একজন গ্ল্যামারাস নায়িকার পাশাপাশি অভিনয়ে ভাল দখল রয়েছে, এমন কাউকে। পরিণীতার মিউজিক করার সময়ে রাজ-ঘরণির অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন। তখনই সিদ্ধান্ত নেন যে, ‘বিসমিল্লা’তে ঋদ্ধির বিপরীতে শুভশ্রীকে কাস্ট করবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন