Rihanna: বাবাকে হারিয়েছেন কিছুদিন আগেই, নতুন সদস্যের আবির্ভাব গায়িকার জীবনে

তাঁর গর্ভাবস্থার কথা বরাবরই আলোচনায় থাকে। ২০২৩ সালের সুপার বাউল মঞ্চে তিনি প্রকাশ্যে বেবি বাম্প নিয়ে হাজির হয়েছিলেন। ওই বছরেই জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান...

তাঁর গর্ভাবস্থার কথা বরাবরই আলোচনায় থাকে। ২০২৩ সালের সুপার বাউল মঞ্চে তিনি প্রকাশ্যে বেবি বাম্প নিয়ে হাজির হয়েছিলেন। ওই বছরেই জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
riha

নতুন সদস্য তাঁর জীবনে...

বিখ্যাত গায়িকা রিহানা ও র‌্যাপার এ$এপি রকি তাদের তৃতীয় সন্তানের জন্মের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। বুধবার রিহানা ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাদের কন্যা সন্তানের জন্মের কথা বলেন। পোস্টটিতে নবজাতককে কোলে নিয়ে দেখা যায় রিহানাকে।

Advertisment

এই বছরের মে মাসে মেট গালার লাল গালিচায় হাজির হয়ে দম্পতি তাদের গর্ভাবস্থার ঘোষণা করেন। সেখানে রিহানার বেবি বাম্প স্পষ্ট ছিল, আর রকি সাংবাদিকদের বলেছিলেন, "এখন সময় এসেছে সবাইকে জানানো, আমরা কী আশা করছি আমাদের জীবনে। সবাই আমাদের জন্য খুশি- এটাই সবচেয়ে আনন্দের।”

রিহানার গর্ভাবস্থার কথা বরাবরই আলোচনায় থাকে। ২০২৩ সালের সুপার বাউল মঞ্চে তিনি প্রকাশ্যে বেবি বাম্প নিয়ে হাজির হয়েছিলেন। ওই বছরেই জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান, পুত্র রায়ট রোজ। এর আগে ২০২২ সালের মে মাসে তারা প্রথম সন্তান আরজেডএ-কে স্বাগত জানিয়েছিলেন।

Advertisment

Zubeen Garg Demise: মুখ্যমন্ত্রীর নির্দেশে কঠোর পদক্ষেপ, জুবিন গর্গের মৃত্যু ঘিরে নড়েচড়ে বসল সরকার

 এ$এপি রকি লস অ্যাঞ্জেলেসে অস্ত্র মামলায় খালাস পাওয়ার কিছু মাসের মধ্যেই তাঁদের জীবনে নতুন সদস্য অর্থাৎ, সন্তান আসে। রায় ঘোষণার দিন তিনি উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়েছিলেন রিহানার বাহুতে। বিচার চলাকালীন রিহানা নিয়মিত আদালতে উপস্থিত থেকেছেন, এমনকি তাদের দুই ছেলেকেও সমাপনী শুনানিতে নিয়ে গিয়েছিলেন।

নয়বারের গ্র্যামি জয়ী রিহানা, বিলবোর্ড হট ১০০ চার্টে ১৪টি গান দিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন। যার মধ্যে রয়েছে 'উই ফাউন্ড লাভ', 'ওয়ার্ক', 'আনব্রেলা' এবং 'ডিস্টারবিয়া'। ২০১৭ সালে তিনি বিশ্বব্যাপী সফল প্রসাধনী ব্র্যান্ড ফেন্টি বিউটি চালু করেন।

অন্যদিকে, এ$এপি রকি ২০১১ সালে হিপ-হপ গ্রুপ এ$এপি মবের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সালে তার প্রথম অ্যালবাম লাইভ. লাভ. এ$এপি প্রকাশ করেন। মুক্তির পরপরই সেই অ্যালবাম চার্টের শীর্ষে পৌঁছায়। তিনি দু’বার গ্র্যামি মনোনয়ন পেয়েছেন এবং সম্প্রতি স্পাইক লি পরিচালিত হাইয়েস্ট টু লোয়েস্ট ছবিতে ডেনজেল ওয়াশিংটনের সঙ্গে অভিনয় করেছেন। প্রসঙ্গে কিছুদিন আগেই বাবাকে হারান রিহানা। সুতরাং তাঁর নিজের জীবনে নতুন মানুষের আগমন যে আনন্দের সেকথা পরিষ্কার। 

hollywood Entertainment News Today