/indian-express-bangla/media/media_files/2025/09/25/zub1-2025-09-25-11-12-13.jpg)
প্রয়াত জুবিনকে নিয়ে নয়া উদ্যোগ
আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে তদন্ত আরও গভীর হচ্ছে। বুধবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে শিল্পীর ভিসেরার নমুনা দিল্লির সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে (সিএফএল) পাঠানো হবে এবং মামলাটি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারান জুবিন গর্গ। তিনি সেখানে একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন। সিঙ্গাপুরেই প্রাথমিক ময়নাতদন্ত সম্পন্ন হয়, তবে তাঁর মরদেহ দেশে ফেরার পর আসাম সরকার আরও একটি ময়নাতদন্ত করায়।
মুখ্যমন্ত্রী শর্মা জানান, "আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুতে কাউকেই ছেড়ে দেওয়া হবে না। আজ আমি ডিজিপি, সিআইডি-র এডিজিপি ও মুখ্যসচিবসহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। আমি ডিজিপিকে নির্দেশ দিয়েছি আসাম পুলিশের সেরা অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করতে।" তিনি আরও জানান, ভিসেরার নমুনা বিস্তারিত পরীক্ষার জন্য সিএফএল-এ পাঠানো হচ্ছে।
সিঙ্গাপুরে জুবিনের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই, রাজ্যজুড়ে ভক্তরা গর্গের মৃত্যুর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছেন। এসআইটি গঠনকে তারা সরকারের একটি গুরুত্বপূর্ণ ও দায়বদ্ধ পদক্ষেপ হিসেবে দেখছেন। আসাম পুলিশও এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে যে, মামলার দায়িত্বে থাকা অফিসারদের সতর্কতার সঙ্গে বেছে নেওয়া হয়েছে। সত্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত তদন্ত নিষ্ঠার সঙ্গে চালানো হবে।
প্রসঙ্গে, দ্য হিন্দু-র পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, গর্গকে সিঙ্গাপুরে উৎসবে পারফর্ম করার জন্য মানসিকভাবে ব্ল্যাকমেইল করা হয়েছিল। তাঁর মৃত্যুর পর উৎসব বাতিল করা হলেও এর জন্য ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে ৫০টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে।