Tollywood Actress Rimjhim Mitra: তারকাদের জীবনে যে ধরনের ঘটনা ঘটে, সেইগুলো সাংঘাতিক!! অভিনেতা বা অভিনেত্রী হওয়ার আগে তাঁদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো তাঁরা সারা জীবন মনে রাখেন। শুধুই কি কেরিয়ার জীবন কিংবা ব্যক্তিগত জীবনে প্রেমের আঘাতের কথা মানুষ মনে রাখেন? একেবারেই না! বরং, ঘটে যাওয়া এমন কিছু ঘটনা তারা মনে রাখেন, যা সাংঘাতিক। টালিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র...
তিনি যেমন, অভিনয়ের জন্য জনপ্রিয়। তেমনি একসময়ের ইস্টবেঙ্গল তারকা ফুটবলারের সঙ্গে প্রেমের কারণেও তিনি বেশ চর্চায় ছিলেন, ঠিক তেমনই তিনি ঘটনা বলেছিলেন যে কারণে চমকে উঠতে হয়। একবার নাকি ট্রেনের বাথরুমে তাকে কুড়ি মিনিট আটকে রাখা হয়েছিল। এবং এই ঘটনার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন সে এক ভয়াবহ একটা গল্প। শুনতে রোমাঞ্চকর লাগলেও আমার তখন সংঘাতিক পরিস্থিতি হয়েছিল। তখন তার বয়স নিতান্তই অল্প। বা সেভেন-এইটে পড়েন তিনি। রিমঝিমের নাচের প্রতি খুব আগ্রহ ছিল ছোট থেকেই। রীতিমতো নাচ শিখতেন।
অভিনেত্রী বললেন, আমি তখন মমতা শঙ্করের ড্যান্স গ্রুপে নাচি। আমরা রাঁচিতে গিয়েছিলাম শো। ক্লাস সেভেন এইটে যা হয় একটু তাড়াতাড়ি পাকছি তখন। একটু ভালো দেখতে ছেলেপুলে গেলেই, তাকে নিয়ে কথা হচ্ছে। স্টেশনে ঢুকে দেখছি একদল ইয়াং ছেলে। কলেজে বিশ্ববিদ্যালয়ে হয়তো তখন তারা পড়ে। দেখেই প্রথম খুব ভাল ইম্প্রেশন হয়েছিল। স্টেশনে হঠাৎ করে দেখলাম পাওয়ার অফ হয়ে গেল এরকম আগে আমি কোনদিন দেখিনি। তারপর যখন এক মিনিট পরে কারেন্টটা চলে এলো, তখন আমরা দেখলাম ছেলেগুলো আর নেই। যদিও এরপরে তারা আর বেশি কিছু ভাবেননি।
তখন তাঁদের অল্প বয়স। ট্রেনের টিকিট পরেছে এদিক ওদিক। মমতা শংকর সমস্ত মেয়েদেরকে একসঙ্গে নিয়ে বসে ছিলেন। যেহেতু রাত্রিবেলার ট্রেন ছিল উনি আমাদের দেখভালের দায়িত্ব নিয়েছিলেন। তারপরে খাওয়া-দাওয়া হচ্ছে আন্তাকসারি খেলা হচ্ছে। আমি আর আমার একটি বন্ধু, উঠে একটু ওয়াশরুমে যাব। উঠতে গেছি হঠাৎ করে ট্রেনে চেন টানলে যেমন একটা ধাক্কা লাগে না ওরকম হল। তারপরে আমরা যখন বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছি, তখন মম মাসির হাজবেন্ড, আরেকজন আঙ্কেল আসছেন। তিনি না কাঁদছেন এবং হাতের উপরের দিকের অংশটা চেপে ধরে আছেন, রক্ত বের হচ্ছে।
রিমঝিম আরো বললেন, "উনারা আমাদের ডেকে জিজ্ঞাসা করলেন হ্যারে এদিকে এসেছিল? অবাক হয়ে তাকিয়ে আছে যে কাদের কথা বলছে। তারপর উনারা কি করলেন আমাদেরকে বাথরুমে ঢুকিয়ে দিল, দরজাটা বন্ধ করে দিয়ে বললেন, যতক্ষণ না বলছি এখান থেকে বেরবি না। আমরা তো বাইরে থেকে আওয়াজ শুনছি। এবার বেরিয়ে শুনি, ট্রেনে নাকি ডাকাত পড়েছিল। এবং ডাকাতগুলো কারা? যাদেরকে দেখে আমরা ইমপ্রেস হয়েছিলাম। এরকম শিক্ষিত ডাকাত আমি কোনদিন দেখিনি। ওদের দেখে ঝারি মারছিলাম আমরা ভাবা যায়? সেই ডাকাতগুলো ইংরেজিতে কথা বলছিল। রিমঝিম জানান, বগি ভুল জেনেছিল ওরা।
পাশের বগিতে গিয়ে নাকি বলেছিল, নাটক করবে যে মেয়েগুলো, তাদেরকে ডাকো। আমরা ঘর বাঁধবো ওদের সঙ্গে, বিয়ে করব। সেদিন মমতা শংকরের একটা সিদ্ধান্তই, অনেক বড় বিপদ থেকে মেয়েগুলোকে বাঁচিয়ে দিয়েছিল।