ফের এসকঙ্গে সেলুলয়েডে দেখা যাবে জুহি চাওলা ও ঋষি কাপুরকে। যদিও এখনও নাম ঠিক হয়নি সেই ছবির, তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়িই শুটিং শুরু হবে এই ছবির। বেশ কিছুদিন ধরেই চিকিৎসার কারণে নিউইয়র্কে ছিলেন ঋষি কাপুর। কিন্তু ৬৭তম জন্মদিনটা দেশেই পালন করবেন। মুম্বই মিররের খবর অনুযায়ী, শীঘ্রই দেশে ভারতে ফিরবেন অভিনেতা।
প্রায় ২৩ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন ঋষি ও জুহি। আব্বাস-মস্তানের 'দারার' মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। সেই ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন ঋষি কাপুর ও জুহি চাওলা। এরপর সোজা ২০১৯, আবার জুটিতে দেখা যাবে এই দু'জনকে।
আরও পড়ুন, কত টাকা পাবেন দীপিকা ৮৩ বিশ্বকাপের ছবির জন্য?
শেলি চোপড়ার ছবি 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা'- এই রোমান্টিক কমেডি ছবিতে শেষ দেখা গিয়েছে জুহি চাওলাকে। এর আগে শাহরুখ খানের ছবি 'জিরো'-তে অতিথি চরিত্রে ছিলেন তিনি। আর ঋষি কাপুর কাজ করেছেন নেটফ্লিক্সে। লীনা যাদবের 'রাজমা চাওল' ছবিতে কাজ করেছেন তিনি।
ডেকান ক্রনিকলের খবর অনুযায়ী, ''ছবির চিত্রনাট্য লিখেছেন সুপ্রতীক সেন ও ভাটিয়া। গত সেপ্টেম্বরে শুরু হয়ে গিয়েছে প্রোডাকশনের কাজ। এমতবস্থায় ঋষি কাপুরের শারীরিক অবস্থার অবনতি ও আর কে স্টুডিও বিক্রি হয়ে যাওয়ার কথা শোনা যায়। তারপরেই কৃষ্ণা রাজ কাপুরের দেহাবসানের কিছু সময় আগে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঋষি। তবে অগাস্টে ভারতে ফিরে আসছেন তিনি, তরপরেই শুরু হবে ছবির কাজ।''
Read the full story in English