বছর তিনেক আগে ভারতবাসীর ঘুম ভেঙেছিল আরেকটি খবরে। গতকাল ইরফান, আর এদিন ঋষি কাপুর। সকলের প্রিয় চিন্টুও হেরে গিয়েছিলেন ক্যানসারের কাছে। সকলের মনে যেন একটা লাইনই বাজতে শুরু করেছিল, 'জীবন কে দিন.. ছোটে সহি'। তবে, আজও তাঁকে একইভাবে মিস করেন সকলে।
বাবা রাজ কাপুরের হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসা। 'মেরা নাম জোকার' ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় এবং জাতীয় পুরস্কার। এমনিতেও সারাজীবনে পুরস্কারের অন্ত ছিল না। ফিল্মফেয়ার থেকে, লাইফটাইম অথবা iifa - সবই পেয়েছেন। তবে, একটি মাত্র পুরস্কারের জন্য তিনি নাকি নিজেই টাকা দিয়েছিলেন, জানেন? সেটি কোন ছবির জন্য কোন পুরস্কার?
আরও পড়ুন < ‘আমাকে ভয় পাওয়াই উচিত…’, গঙ্গা আরতির আগেই ফের বিস্ফোরক কঙ্গনা >
'ববি' ছবি দিয়েই সকলের প্রেমের মানুষ হয়ে উঠেছিলেন ঋষি। শুধু তাই নয়, তৎকালীন মেয়েদের মনে জায়গাও করেছিলেন বেশ। এই ছবি দিয়েই হিরোর চরিত্রে ডেবিউ হয়েছিল তার। আর এই ছবির জন্যই যে ফিল্মফেয়ার পুরস্কার, সেটি নাকি তিনি কিনেছিলেন! বেশ কিছু বছর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার এটা করা উচিত ছিল না কিন্তু আমি করেছিলাম। 'ববি' ছবির যে পুরস্কার সেটি ৩০ হাজার টাকার বিনিময়ে আমি কিনেছিলাম। তখন ৩০ হাজার টাকা অনেক ছিল। এখন তো শোয়ের টিকিটও হবে না এই টাকায়।"
'ববি' ছবির জন্যই ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান তিনি। সেই অ্যাওয়ার্ড কিনে তো নিয়েছিলেন, কিন্তু পরে নিজের ওপর রাগও হয়েছিল প্রচুর। প্রসঙ্গত, আজ তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী। মেয়ে রিধীমা থেকে স্ত্রী নীতু সকলেই তাঁর সঙ্গে খুশির মুহূর্তের ছবি শেয়ার করেছেন।