Advertisment
Presenting Partner
Desktop GIF

হাসপাতালে ঋষি, 'ভাল নেই' জানালেন দাদা

বলিউড অভিনেতা ঋষি কাপুরের ক্যানসার ধরা পড়ে ২০১৮ সালে এবং তারপর থেকেই নিউ ইয়র্কে চিকিত্সা চলছিল তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঋষি কাপুর।

বুধবার রাতে বলিউড অভিনেতা ঋষি কাপুর মুম্বইয়ের শ্রী এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভাই রণধীর কাপুর খবরটি নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে রণধীর বলেন, ''ঋষি হাসপাতালে। নীতু সেখানে রয়েছে। ও ভাল নেই।''

Advertisment

আরও পড়ুন, ঋষি কাপুর: বলিউড অভিনেতা সম্পর্কে জানা-অজানা তথ্য

এর আগেও চিকিতসার জন্য ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের হাসপাতালে।  ২০১৮ সালে ক্যানসার ধরা পড়ে তাঁর এবং তখন থেকে নিউ ইয়র্কে চিকিতসারত ছিলেন বর্ষীয়ান অভিনেতা। অভিনেত্রী ও স্ত্রী নীতু কাপুরের সঙ্গে প্রায় একবছর সেখানে ছিলেন তিনি। ২০১৯-এর সেপ্টেম্বরে ফিরে এসেছিলেন ভারতে।

publive-image নিউইয়র্কে চিকিৎসা চলাকালীন ঋষি কাপুর। ফোটো- নীতু কাপুর ইনস্টাগ্রাম

আরও পড়ুন, দীর্ঘ অসুস্থতা শেষে চিরনিদ্রায় ঋষি

প্রায়ই অভিনেতার সঙ্গে নিউইয়র্কে দেখা করতে যেতেন রণবীর কাপুর ও তাঁর প্রেমিকা অভিনেত্রী আলিয়া ভাট।

চিকিৎসা নিয়ে কথা প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে ঋষি কাপুর বলেছিলেন, ''ভীষণ ভাল অনুভূতি হচ্ছে। কাজে ফিরতে পারব। ব্যাটারি চার্জড হয়ে গিয়েছে এবং ক্যামেরার সামনে যাওয়ার অপেক্ষায় রয়েছি। আশা করছি অভিনয়টা ভুলে যাইনি। এখন আমি বলতে পারব না আমার কাজ মানুষে নেবেন নাকি ছুঁড়ে ফেলে দেবেন।''

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rishi kapoor
Advertisment