/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/juhi-chawla-759.jpg)
দুদশক পরে একসঙ্গে বড়পর্দায় ঋষি কাপুর ও জুহি চাওলা।
দু'দশক পরে আবার একসঙ্গে পর্দায় আসতে চলেছেন জুহি চাওলা ও ঋষি কাপুর। পারিবারিক কমেডি ছবি নিয়ে সিলভার স্ক্রিনে আসছেন এই জুটি। ঋষি কাপুর ও জুহি চাওলা শেষ কাজ করেছিলেন দারার (১৯৯৬) ছবিতে। এই ছবি একসঙ্গে প্রযোজনার দায়িত্ব নিয়েছে সোনি পিকচারস ইন্টারন্যাশানাল প্রোডাকশন ও ম্যাকগুফিন পিকচারস।
ডেবিউ পরিচালক হিতেশ ভাটিয়ার পরিচালনায় এই ছবির প্লট তৈরি হয়েছে দিল্লিতে। সুপ্রতিক সেনের সঙ্গে হিতেশ ভাটিয়া ছবির চিত্রনাট্যকারও। সদ্য শুরু হয়েছে ছবির কাজ। সোনির ম্যানেজিং ডিরেক্টর বিবেক কৃষ্ণানি জানান, ১০২ নট আউটের পর ঋষি কাপুরের সঙ্গে কোলাবরেশনের জন্য তাঁরা মুখিয়ে রয়েছেন। তিনি বলেন, "যদি আমাদের লোকাল প্রোডাকশন দিয়ে ব্যবসা করতে হয় তাহলে এমন কিছু গল্প আনতে হবে যা আগে লোকে দেখেননি। আর সেই কারণেই এই পারিবারিক কমেডি ছবি তৈরি করতে পেরে আমরা উচ্ছ্বসিত। যেই মুহুর্তে অভিষেক চৌবে আর হানি তেহরান আমাদের কাছে গল্পটা নিয়ে আসেন, আমরা লুফে নিই।"
টুইটারেও ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই খবর ও ছবির লুক সেটের ছবি।
Waiting to join the unit , shoot in delhi , and scrabble championships with Chintuji ..!!!????..????..???????????????? @chintskap@HoneyTrehan@vivekkrishnani#AbhishekChaubey#HiteshBhatiapic.twitter.com/YCGz03Pc80
— Juhi Chawla (@iam_juhi) September 17, 2018
ম্যাকগুফিন পিকচারসের তরফে অভিষেক চৌবে জানান, তাঁরা সোনির সঙ্গে জোট বাঁধতে পেরে ভীষণই উত্তেজিত এবং তার থেকেও বেশি অপেক্ষা করছেন ঋষি কাপুর ও জুহি চাওলার সঙ্গে কাজটা সম্পন্ন করার জন্য।
আরও পড়ুন, Tamilrockers Leaks U Turn Movie: মুক্তির কিছুক্ষণেই অনলাইনে ফাঁস গোটা ছবি
আর হানি তেহরান বলেন, "প্রযোজক হিসাবে আমাদের সবসময়ই নতুন কিছু টেনেছে। আর এখানে আমরা পারিবারিক কমেডিকে নিয়ে কাজ করতে পারছি। যেটা পুরো পরিবার বসে দেখতে পারেন। আশা করব নতুন কিছু আনতে সক্ষম হব দর্শকদের সামনে।"