পরনে সোয়েটার। গলা থেকে ঝুলছে লম্বা মাফলার। চোখে সাঁটা গোল ফ্রেমের চশমা। আর হাতে ছোট্ট একটা স্যুটকেস। খুশিমনে হন্তদন্ত হয়ে হেঁটে চলেছেন ঋষি কাপুর। আজ তাঁর জন্মদিন। ২০২০ সালের ৩০ এপ্রিল অনুরাগীদের কাঁদিয়ে চিরতরে বিদায় নিয়েছেন ইহলোক থেকে। পর্দায় আর দেখা যাবে না কাপুর পরিবারের সেই রসিক মানুষটিকে, আক্ষেপ অনুরাগীদের। আর সিনেদর্শকদের সেই আক্ষেপের কথা মাথায় রেখেই ঋষির জন্মদিন উপলক্ষে মুক্তি পেল তাঁর শেষ ছবির পোস্টার। যা দেখে প্রয়াত অভিনেতাকে নিয়ে আবেগে ভাসছে গোটা নেটদুনিয়া
'শর্মাজি নমকিন', ঋষি কাপুর অভিনীত শেষ ছবি। যে সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন জুহি চাওলা। দীর্ঘ সময়ের পর আবার ঋষি-জুহি জুটি একসঙ্গে কাজ করেছেন শুনে অধীর আগ্রহে অনুরাগীরা দেখার অপেক্ষা করছিলেন। তবে সেই ছবির কাজ মাঝপথে রেখেই পরলোকের উদ্দেশে পাড়ি দেন ঋষি কাপুর। আজ অভিনেতার জন্মবার্ষিকী উপলক্ষে সেই ছবির পোস্টারই প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা।
<আরও পড়ুন: সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরই নেটদুনিয়ায় হয়রানির শিকার, সরব হলেন আরেক সিদ্ধার্থ>
উল্লেখ্য, ঋষি কাপুরের চরিত্রের অনেকটা অংশের শুটিং বাকি ছিল। তাই অভিনেতার প্রয়াণের পর নির্মাতারাও বেজায় ফাঁপড়ে পড়েছিলেন। কাকে দিয়ে সেই অংশ শুট করাবেন, কিছুতেই বুঝতে পারছিলেন না পরিচালক হিতেশ ভাটিয়া এবং প্রযোজক ফারহান আখতার, রীতেশ সিধওয়ানি, অভিষেক চৌবেরা। শেষমেশ ঋষির চরিত্রের বাকি অংশ শুট করার প্রস্তাব যায় পরেশ রাওয়ালের কাছে। আপত্তি করেননি তিনি। তা ঋষির চরিত্রে পরেশকে কতটা মানিয়েছে? প্রযোজকরা শনিবার সেই ঝলকও প্রকাশ্যে এনেছেন। মুক্তি পেয়েছে সিনেমার দুটি পোস্টার। একটা ঋষি কাপুরের লুক, আরেকটায় দেখা গেল পরেশ রাওয়ালকে। পরনে সেই একই পোশাক।
প্রসঙ্গত, সিনেমার সিংহভাগ শুট হয়েছে দিল্লিতে। 'শর্মাজি নমকিন'-এর শুট চলাকালীনই দিল্লির দূষণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। পরে অবশ্য সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু তাঁর মাস খানেক বাদেই প্রয়াত হন ঋষি। আজ অনুরাগীরা প্রিয় চিন্টুর শেষ সিনেমার পোস্টার দেখে আবেগে ভাসছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন